সংজ্ঞাহীন অবস্থায় লাইনে পড়ে কলেজ ছাত্রী, দেখেও দেখল না পাবলিক!

বুধবার হাওড়া-ব্যান্ডেল লোকাল ট্রেন শ্রীরামপুর ঢোকার পরই এই ঘটনা ঘটে। আহত হন কলেজ ছাত্রী। তাঁর নাম শ্বেতা সিং, বাড়ি রিষড়ায়।

সংজ্ঞাহীন অবস্থায় লাইনে পড়ে কলেজ ছাত্রী, দেখেও দেখল না পাবলিক!
সংজ্ঞাহীন অবস্থায় লাইনে পড়ে কলেজ ছাত্রী, দেখেও দেখল না পাবলিক!
Follow Us:
| Updated on: Dec 30, 2020 | 10:02 PM

হুগলি: চূড়ান্ত অমানবিক ঘটনার সাক্ষী থাকল শ্রীরামপুর রেল স্টেশন। আহত অবস্থায় এক তরুণী দীর্ঘক্ষণ পড়ে রইলেও সাহায্যের জন্য কেউ এগিয়ে এল না। দেখা গেল চরম নির্মম এক ছবি। বুধবার হাওড়া-ব্যান্ডেল লোকাল ট্রেন শ্রীরামপুর ঢোকার পরই এই ঘটনা ঘটে। আহত হন কলেজ ছাত্রী। তাঁর নাম শ্বেতা সিং, বাড়ি রিষড়ায়।

হাওড়া ইগনু কলেজের বিএ তৃতীয় বর্ষের ছাত্রী শ্বেতা এদিন দুপুরে বান্ধবীর সঙ্গে বাড়ি থেকে বেড়িয়ে শ্রীরামপুর আসছিল কেনাকাটি করতে। রিষড়া স্টেশন থেকে দুজনে হাওড়া ব্যান্ডেল লোকালে ওঠে। আহত যাত্রীর বান্ধবী জানিয়েছেন, “যেহেতু মাঝে একটা স্টেশন তাই ট্রেন ফাঁকা থাকলেও কেউই বসিনি। ট্রেনের গেটে দাঁড়িয়ে ছিলাম দুজনে। ট্রেন শ্রীরামপুর স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে ঢোকার সময় হঠাৎ পা পিছলে পড়ে যায় শ্বেতা।”

আরও পড়ুন: ভয়াবহ আগুন, দাউদাউ করে জ্বলছে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়

কিন্তু এই দুর্ঘটনার পরও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বা এগিয়ে আসেনি। শুধু ভিড় জমিয়ে সবাই আহত ছাত্রীকে দেখতে থাকে। সেই সময় রাস্তা দিয়ে যাওয়া এক টোটো চালক ভিড় দেখে এগিয়ে আসে। শ্বেতাকে আহত ও সংজ্ঞাহীন অবস্থায় দেখে সে নিজের টোটো করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। আহত ছাত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এখন এটাই চাইছেন ওই সহৃদয় টোটো চালক। গোটা ঘটনা খতিয়ে দেখছে শেওড়াফুলি জিআরপি থানার পুলিস।

আরও পড়ুন: গরুপাচার কাণ্ডেও ঘনীভূত ডায়েরি রহস্য! জামিন হল না এনামুলের