জিতেন্দ্রর হাত খালি, আসানসোলে নতুন প্রশাসক

তাঁর ওয়ার্ডের অনুগামী ও কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উচ্ছ্বসিত। তাঁরা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এলাকাবাসীর কথায়, দেরিতে হলেও এতদিনে 'যোগ্য ব্যক্তিকে' পুরসভার শীর্ষ পদে বসানো হল

জিতেন্দ্রর হাত খালি, আসানসোলে নতুন প্রশাসক
জিতেন্দ্রর হাত খালি, আসানসোলে নতুন প্রশাসক
Follow Us:
| Updated on: Jan 09, 2021 | 3:57 PM

আসানসোল: টানা কয়েকদিন ধরে চলা জল্পনার অবসান ঘটল শনিবার। আসানসোল পুরসভার (Asansol Municipal Corporation) নতুন পুরপ্রশাসক পদে নিযুক্ত হলেন অমরনাথ চট্টোপাধ্যায়। হারানো পদ ফিরে পেলেন না প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। শনিবার রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর একটি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে নতুন নিয়োগ করেছে।

অমরনাথ চট্টোপাধ্যায় আসানসোল পুরসভার বিদায়ী পুরবোর্ডের পুর চেয়ারম্যান ছিলেন। আসানসোল পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। সূত্রের খবর, আগামী সোমবার তিনি পুরপ্রশাসক পদের দায়িত্ব নেবেন।

অমরনাথ চট্টোপাধ্যায়

অমরবাবু এই দায়িত্ব পাওয়ার পরে তাঁর ওয়ার্ডের অনুগামী ও কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উচ্ছ্বসিত। তাঁরা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এলাকাবাসীর কথায়, দেরিতে হলেও এতদিনে ‘যোগ্য ব্যক্তিকে’ পুরসভার শীর্ষ পদে বসানো হল।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ অক্টোবর আসানসোল পুরসভার ৫ বছরের মেয়াদ শেষ হয়। ১৫ অক্টোবর প্রশাসক পদে বসানো হয় প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। যে পুরপ্রশাসক বোর্ড করা হয়েছিল, তার অন্যতম সদস্য ছিলেন অমরনাথ চট্টোপাধ্যায়।

কিন্তু, রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে গত ১৬ ডিসেম্বর পুরপ্রশাসক পদ থেকে আচমকাই ইস্তফা দেন জিতেন্দ্র তিওয়ারি। একইসঙ্গে তিনি তৃণমুল কংগ্রেসের জেলা সভাপতি পদ ত্যাগ-সহ দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন। নাটকীয়ভাবে ঠিক দু’দিন পরেই আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন তিনি।

আরও পড়ুন: পাঁচমিশালি তরকারি থেকে কাটোয়া-স্পেশ্যাল বেগুনি, কলাপাতায় নাড্ডার পাতে এলাহি খাবার

কিন্তু এরপরও আসানসোল পুরসভার পুরপ্রশাসক ও দলের জেলা সভাপতির পদ জিতেন্দ্র তিওয়ারিকে ফিরিয়ে দেওয়া হয়নি। যা ফিরিয়ে দেওয়া হতে পারে বলে তৃণমৃল কংগ্রেসের অন্দরে গত কয়েক দিন ধরে জল্পনা চলছিল। পুর প্রশাসক পদে বসার জন্য অন্যদের সঙ্গে বড় দাবিদার ছিলেন অমরনাথ চট্টোপাধ্যায়। শেষ পর্যন্ত প্রায় তিন সপ্তাহ পরে তাঁকেই সেই পদে বসানো হল। নতুন দায়িত্ব পাওয়ার পরে অমরবাবু বলেন, “দল ও সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব।”

আরও পড়ুন: পুলিসকেও বিনামূল্যে করোনার টিকা, মোবাইলে রাজ্য সরকারের মেসেজ