Bankura: প্রবল বৃষ্টিতে ধসে গেল দোতলা মাটির বাড়ি, হাসপাতালে ছুটলেও এড়ানো গেল না বিপদ

Bankura: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজের মাটির বাড়িতে অন্যান্য দিনের মতোই পরিবারের অন্যান্যদের নিয়ে ঘুমোচ্ছিলেন কোনারপুর গ্রামের বাসিন্দার রুবি সিং (৬৫)। গভীর রাতে বৃষ্টির মধ্যে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি।

Bankura: প্রবল বৃষ্টিতে ধসে গেল দোতলা মাটির বাড়ি, হাসপাতালে ছুটলেও এড়ানো গেল না বিপদ
শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2024 | 5:20 PM

বাঁকুড়া: বৃষ্টির দাপট চলছে। হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে সোমবারের আগে অবস্থা পরিবর্তনের আশা করা যাচ্ছে না। উল্টে আরও গভীর নিম্নচাপে বৃষ্টি বাড়তে পারে জেলায় জেলায়। এরইমধ্যে বাঁকুড়ার কোতুলপুরে মাটির বাড়ি ধসে মৃত্যু হল একজনের। মৃতের নাম রুবি সিং। ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। কোতুলপুর থানার সিহড় কোনারপুর গ্রামে শুক্রবার রাতে বৃষ্টির মাঝে মাটির দোতলা একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়লে দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজের মাটির বাড়িতে অন্যান্য দিনের মতোই পরিবারের অন্যান্যদের নিয়ে ঘুমোচ্ছিলেন কোনারপুর গ্রামের বাসিন্দার রুবি সিং (৬৫)। গভীর রাতে বৃষ্টির মধ্যে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। ভেঙে পড়া মাটির দেওয়ালের নিচে চাপা পড়ে যান রুবি সিং সহ পরিবারের অপর ৬ জন। ধ্বংসস্তুপ সরিয়ে তড়িঘড়ি গ্রামবাসীরা ৭ জনকেই উদ্ধার করে। নিয়ে যাওয়া হয় গোগড়া গ্রামীণ হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি রুবি সিংকে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

এই খবরটিও পড়ুন

বাকি আহত ৬ জনকেই প্রাথমিকভাবে গোগড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৩ জন আহতর অবস্থার অবনতি হলে তাঁদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে এদিনই আবার কালনায় ভারী বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে জখম হন পুতুল টুডু নামে এক মহিলা। ভর্তি কালনা হাসপাতালে।