FCI in Bankura: ২০০ বস্তা গম চুরি! খোদ FCI-এর গুদামের বিরুদ্ধে অভিযোগ তুললেন শ্রমিকরাই

FCI in Bankura: গুদামের শ্রমিকদের দাবি, কোনও বৈধ নথি ছাড়াই ওই গম নিয়ে যাওয়া হচ্ছিল ট্রাকে করে। গুদাম থেকে বেরনোর সময়েই ট্রাক ঘিরে বিক্ষোভ দেখান কর্মীরা।

FCI in Bankura: ২০০ বস্তা গম চুরি! খোদ FCI-এর গুদামের বিরুদ্ধে অভিযোগ তুললেন শ্রমিকরাই
ওভারলোডিংয়ের অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2022 | 9:38 PM

বাঁকুড়া : গম পাচারের অভিযোগ উঠল খোদ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার আধিকারিকদের বিরুদ্ধে। বেআইনিভাবে কোনও নথিপত্র ছাড়াই গমের বস্তা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়ায় বাঁকুড়া শহরের কাছে এফসিআই-এর বিকনা গুদামে। ট্রাক ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঘটনায় সরব হয়েছে গুদামের শ্রমিকদের একাংশও। তাঁদের দাবি, সাধারণ মানুষ গম পাচ্ছে না, আর এখানে বেআইনিভাবে পাচার করে দেওয়া হচ্ছে সেই গম। অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে গুদামের আধিকারিকরা। তাঁদের দাবি, সব নথিপত্র রয়েছে তাঁদের কাছে।

এ দিন সন্ধ্যায় একটি ট্রাক আটকে দেন কিছু শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের সন্দেহ হয়, ওই ট্রাকে গমের বস্তা রয়েছে। সেই গম পাচার করা হচ্ছিল বলেই অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, নিয়ম মাফিক কোনও এন্ট্রি না করেই নিয়ে যাওয়া হচ্ছিল গম। ট্রাকটি আটকে বিক্ষোভে দেখাতে থাকেন তাঁরা। ওই গুদামের দায়িত্বে থাকা এফসিআই কর্মী ও আধিকারিকদের ঘেরাও করেও বিক্ষোভ দেখানো হয় বেশ কিছুক্ষণ। চোর চোর স্লোগানও শোনা যায়। পরে বাঁকুড়া সদর থানার পুলিশ ওই গুদামে এসে পরিস্থিতি সামাল দেয়।

বাঁকুড়া শহর সংলগ্ন বিকনা এলাকার এফসিআই-এর ওই গুদাম থেকে বাঁকুড়া জেলার রেশন দোকানগুলিতে রেশন সামগ্রী সরবরাহ করা হয়। ট্রাকগুলি যখন বেরোয় তখন তাতে রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের নথি থাকা আবশ্যিক। এই ট্রাকে সে সব ছিল না বলেই অভিযোগ। ট্রাকে ছিল প্রায় ২০০ বস্তা গম। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিকদের একাংশ। গোটা ঘটনায় এফসিআই কর্মী ও আধিকারিকদের যোগসাজস রয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। প্রশান্ত মুখোপাধ্যায় নামে এক শ্রমিক জানান, তাঁরা বাজারে গম পাচ্ছেন না, আর এখানে গম পাচার করা হচ্ছে। তাঁর দাবি কার কাছে এই গম যাচ্ছিল, তার কোনও সদুত্তর পাওয়া যায়নি।

পরে পুলিশ হস্তক্ষেপে করে কোনও ক্রমে অফিস ছাড়েন দফতরের কর্মী ও আধিকারিকরা। তবে তাঁদের এ বিষয়ে প্রশ্ন করা হলে, আধিকারিকরা মুখ খোলেননি। তাঁদের দাবি, গম যে পাচার হচ্ছিল না, সে প্রমাণ তাঁদের আছে।