Bankura Accident: জিনিস কিনতে দোকানে গিয়েছিলেন, হঠাৎই দোকানে ঢুকে পড়ল লরি, সব শেষ

Bankura Accident: অবরোধকারীদের হঠিয়ে দিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি লরি বাঁকুড়ার দিক থেকে বেপরোয়া গতিতে শালতোড়ার দিকে যাচ্ছিল।

Bankura Accident: জিনিস কিনতে দোকানে গিয়েছিলেন, হঠাৎই দোকানে ঢুকে পড়ল লরি, সব শেষ
বাঁকুড়ায় দুর্ঘটনা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2023 | 9:03 AM

বাঁকুড়া: দোকানের বাইরে দাঁড়িয়ে জিনিস কিনছিলেন। ঘুণাক্ষরেও টের পাননি কী হতে চলেছে! লরিটিকে দূর থেকে আসতে দেখেছিলেন বটে, তবে সেই লরিই নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল রাস্তার ধারের ওই দোকানে। লরির ধাক্কায় মৃত্যু হয় প্রৌঢ়ের।  পুলিশ জানিয়েছে মৃতের নাম দুর্গাদাস মুর্মু।  আহত হয়েছেন আরও এক। দীর্ঘক্ষণ পরে পুলিশ পৌঁছানোয় স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে মৃতদেহ রেখে শুরু করেন অবরোধ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা থানার সনপুরা এলাকায়। পরে ছাতনা থানার বিশাল বাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে মৃদু লাঠিচার্জ করে। অবরোধকারীদের হঠিয়ে দিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি লরি বাঁকুড়ার দিক থেকে বেপরোয়া গতিতে শালতোড়ার দিকে যাচ্ছিল। সনপুরা মোড়ের কাছাকাছি আসতেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে রাস্তার ধারের একটি অস্থায়ী দোকানে। দোকানে সেই সময় জিনিস কিনছিলেন স্থানীয় একটি স্পঞ্জ আয়রন কারখানার শ্রমিক দুর্গাদাস মুর্মু। লরিটি তাঁকে পিষে দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লরির ধাক্কায় গুরুতর আহত হন দোকানের মালিক পুতুল প্রামাণিক। আহত মহিলাকে প্রথমে জোড়হিড়া স্বাস্থ্যকেন্দ্রে ও পরে ছাতনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর এলাকার মানুষ দেহ রাস্তায় ফেলে রেখে বাঁকুড়া শালতোড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার প্রায় দেড় ঘণ্টা পরে পুলিশ মৃতদেহ উদ্ধার ও অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। পরে ছাতনা থানার পুলিশ মৃদু লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। ঘাতক লরিটিকে ছাতনা থানার পুলিশ আটক করেছে।