Bankura Fraud Case: এবার স্বনির্ভর গোষ্ঠীতেও দুর্নীতি! সদস্যদের নাম করে কোটি কোটি টাকা ‘আত্মসাত’ গায়েব সিএসপিরা

Bankura Fraud Case: গোষ্ঠীর মহিলাদের দাবি, তাঁদের অজান্তেই তাঁদের নামে ঋণ নিয়ে টাকা আত্মসাৎ করায় তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ঋণ না নিয়েও প্রতিটি সদস্যের কাঁধে এখন চেপে বসেছে হাজার হাজার টাকার ঋণের বোঝা।

Bankura Fraud Case: এবার স্বনির্ভর গোষ্ঠীতেও দুর্নীতি! সদস্যদের নাম করে কোটি কোটি টাকা 'আত্মসাত' গায়েব সিএসপিরা
বাঁকুড়ায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিক্ষোভে
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2023 | 9:26 AM

বাঁকুড়া: স্বনির্ভর গোষ্ঠী দুর্নীতি কাণ্ডে ক্রমশই আন্দোলনের তেজ বাড়াচ্ছেন বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। দুর্নীতির কারণে সদস্যদের কাঁধে অযথা চেপে যাওয়া ঋণের বোঝা থেকে মুক্তি দেওয়ার দাবিতে শুক্রবার সোনামুখী ব্লকের কৃষ্ণবাটি এলাকায় সোনামুখী বিষ্ণুপুর রাস্তা অবরোধ করে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার এলাকায় দুশোটিরও বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। সেই গোষ্ঠীর সদস্যদের নাম করে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন সংঘের সিএসপিরা। এই অভিযোগকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত সোনামুখীর মানিকবাজার এলাকা। গোষ্ঠীর মহিলাদের দাবি, তাঁদের অজান্তেই তাঁদের নামে ঋণ নিয়ে টাকা আত্মসাৎ করায় তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ঋণ না নিয়েও প্রতিটি সদস্যের কাঁধে এখন চেপে বসেছে হাজার হাজার টাকার ঋণের বোঝা।

এই পরিস্থিতিতে অবিলম্বে ওই ঋণের বোঝা থেকে তাঁদের মুক্তি দেওয়া ও প্রতারকদের অবিলম্বে কঠোর শাস্তির দাবিতে স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একই দাবিকে সামনে রেখে এলাকার প্রতারিত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা কৃষ্ণবাটি এলাকায় জমায়েত করেন। সেখানে বিষ্ণুপুর সোনামুখী সড়ক অবরোধ করে শুরু হয় বিক্ষোভ।

এর ফলে ওই সড়কে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনামুখী থানার পুলিশ। সঙ্ঘের অভিযুক্ত দুই সিএসপি কর্তাকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিরস্ত্র করার চেষ্টা করে পুলিশ। কিন্তু তারপরও নিজেদের আন্দোলন থেকে সরতে নারাজ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। তাঁদের দাবি, প্রতারকদের শুধু শাস্তি নয় প্রতিটি সদস্যের কাঁধে অযথা চেপে বসা ঋণের বোঝা সরানোর ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।