Bankura BJP: ‘তৃণমূল নেতাদের গাছে বেঁধে চামড়া তুলে নেওয়ার নিদান’, বিতর্কে বিজেপি নেতা
Bankura BJP: দলীয় নেতৃত্বের নির্দেশ পেলে এক মিনিটের মধ্যে এলাকার তৃণমূল নেতাদের গাছে বেঁধে চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির বাঁকুড়া এক নম্বর ব্লকের চার নম্বর মন্ডলের সভাপতি বিকাশ ঘোষ।
বাঁকুড়া: দলীয় নেতৃত্বের নির্দেশ পেলে এক মিনিটের মধ্যে এলাকার তৃণমূল নেতাদের গাছে বেঁধে চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির বাঁকুড়া এক নম্বর ব্লকের চার নম্বর মন্ডলের সভাপতি বিকাশ ঘোষ। এই উস্কানিমূলক মন্তব্যে এলাকায় অশান্তি ছড়ালে তার জন্য বিজেপি দায়ী হবে দাবি তৃণমূলের। বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে সভা করে বিজেপি। বিজেপির এই সভায় বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রিশেখর দানা, বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের বিরোধী দলনেতা সজল ঘোষ।
তাঁদের সামনেই মঞ্চে বক্তব্য রাখতে উঠে বাঁকুড়া এক নম্বর ব্লকের চার নম্বর মন্ডলের সভাপতি বিকাশ ঘোষ বলেন, “আমরা যদি চাই তাহলে এক ঘণ্টার মধ্যে এলাকার তৃণমূল নেতাদের সাফ করে দিতে পারি। আমাদের দলের জেলা সভাপতি বললে এলাকার তৃণমূল নেতাদের গাছে বেঁধে এক মিনিটের মধ্যে পিঠের চামড়াটা তুলে নেবেন।” তিনি আরও বলেন, “তৃণমূলের নেতাদের দুর্নীতি মানুষ দেখেছে। তাই আমাদের কিছু করতে হবে না। মানুষই যা করার তা করে দেবে।” পরে নিজের বক্তব্যের সমর্থনে বিকাশ ঘোষ বলেন, “কোনও উস্কানিমূলক মন্তব্য নয়। ২০১৮ ও ২০২৩ এর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতি আলাদা। তৃণমূলের চোর ডাকতরা আমাদের উপর হামলা করতে এলে সেক্ষেত্রে আমরাও ছেড়ে কথা বলব না।”
বিকাশ ঘোষের এই মন্তব্যকে সমর্থন জানিয়েছেন সজল ঘোষও। তৃণমূলের দাবি, সভায় লোকজন না হওয়ায় বিজেপি নেতারা সভামঞ্চ থেকে আবোল তাবোল কথা বলেছেন। এরপর এলাকায় অশান্তি ছড়ালে তার দায় বিজেপিরই।
তৃণমূল নেতৃত্বের বক্তব্য, “আসলে ওরা দেখে মিটিংয়ে লোক হয়নি। তাই আবোল তাবোল বকতে শুরু করেছে। এটা যদিও উস্কানিমূলক মন্তব্য হয় প্রশাসন ব্যবস্থা নেবে।”