Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura Police: চোখে ঘুম জড়ালেই বিপদ! গাড়ি দাঁড় করিয়ে চালকদের চা খাওয়াল পুলিশ

Bankura Police: পথ দুর্ঘটনা এড়াতে অত্যন্ত সতর্ক পুলিশ। রাতভর গাড়ি থামাতে ব্য়স্ত ছিল ট্রাফিক পুলিশ।

Bankura Police: চোখে ঘুম জড়ালেই বিপদ! গাড়ি দাঁড় করিয়ে চালকদের চা খাওয়াল পুলিশ
বাঁকুড়া পুলিশ
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2023 | 8:25 AM

বাঁকুড়া: পথ দুর্ঘটনা এড়াতে অভিনব উদ্যোগ নিল বাঁকুড়ার ট্রাফিক পুলিশ। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে প্রথমে চালকদের ‘ব্রিদ এনালাইজ’ করা হচ্ছে প্রথমে। তারপর চালককে চা ও জল খাইয়ে ঘুম কাটানো হচ্ছে পুলিশের তরফে। শীতকালে স্বাভাবিকভাবেই চালকদের ঘুম পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া কুয়াশার কারণে অনেক সতর্কভাবে গাড়ি চালানোর প্রয়োজন পড়ে। তাই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বাঁকুড়া পুলিশের তরফে।

১ জানুয়ারি সাধারণত বিভিন্ন জেলায় পিকনিকের আয়োজন করতে দেখা যায় বহু মানুষকে। বছরের প্রথম ছুটির দিন উপভোগ করে নিতে চান প্রত্যেকেই। তাই এদিন সকাল থেকে রাস্তায় থাকে গাড়ির ভিড়। তাই পথ দুর্ঘটনা এড়াতে অত্যন্ত সতর্ক পুলিশ। রাতভর গাড়ি থামাতে ব্য়স্ত ছিল ট্রাফিক পুলিশ।

বাঁকুড়া জেলায় বিভিন্ন পর্যটন কেন্দ্রে এদিন মানুষের ভিড় চোখে পড়ে। মুকুটমনিপুর, শুশুনিয়া, বিহারীনাথ, বিষ্ণুপুর সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বছর শেষ ও শুরুর দিনে দূর দূরান্তের পর্যটকেরা ছুটে আসেন। অনেকে আবার এই দিনগুলিতে বাঁকুড়ার ওপর দিয়ে পাড়ি দেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়, বড়ন্তি, পঞ্চকোট সহ অন্যান্য পর্যটনকেন্দ্রগুলিতে। পিকনিকের মরসুমে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনাও সামনে আসে প্রায়ই। কিছু ক্ষেত্রে রাতে একটানা গাড়ি চালাতে চালাতে চালক ঘুমিয়ে পড়তেও পারেন।

বাঁকুড়ার পুয়াবাগান মোড়ে ৬০ এ জাতীয় সড়কের ওপর পুলিশ দাঁড়িয়ে থাকতে দেখা গেল। জল ও গরম চা খাইয়ে তবেই গাড়ি ছেড়েছে পুলিশ। পুলিশের দাবি, এর ফলে দুর্ঘটনায় অনেকটাই রাশ টানা সম্ভব হবে বলে মনে করছে তারা। পুলিশের এই উদ্যোগে খুশি গাড়ির চালক থেকে শুরু করে পর্যটকরাও।