Bengal BJP: ‘দুর্নীতিগ্রস্ত সাংসদের মনোনীত’ সভাপতিকে ‘বয়কট’, বাঁকুড়ায় ফের বিজেপির-বিদ্রোহ!
Bankura: বিজেপির স্থানীয় সাংসদ, বিধায়ক ও জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দলীয় সমস্ত পদ থেকে পদত্যাগ করেন বাঁকুড়ার ছাতনা-১ মন্ডলের সভাপতি-সহ ওই মণ্ডলের নেতারা
বাঁকুড়া: ফের বিদ্রোহ বিজেপির (BJP) অন্দরে। জেলা বিজেপি সভাপতির বিরুদ্ধে যত্রতত্র পড়েছে পোস্টার। তালড্যাংরা বাজার এলাকায় জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের নামে পড়ল পোস্টার। মঙ্গলবার সকাল থেকেই এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার নজরে পড়ে।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকেই তালড্যাংরার নানা এলাকায় ওই পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা রয়েছে, ‘দুর্নীতিগ্রস্ত সাংসদ মনোনীত বাঁকুড়া জেলা সভাপতি সুনীল মণ্ডলের পদত্যাগ চাই।’ তালড্য়াংরার বিজেপি কর্মকর্তাদের পক্ষ থেকেই এই পোস্টার দেওয়া হয়েছে বলে তাও উল্লেখ করা হয়েছে।
কিছুদিন আগেই বিষ্ণুপুর শহরে সাংগঠনিক জেলা বিজেপি সভাপতির পদত্যাগের দাবিতেতে পোস্টার পড়তে দেখা গিয়েছিল। ফের বাঁকুড়া জেলা সভাপতির নামে পোস্টার পড়ায় বিজেপির অন্দরের কোন্দল প্রকাশ্য। বস্তুত, গত ২৫ ডিসেম্বর বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলায় জেলা সভাপতি পদে রদবদল হয়। পরে নতুন জেলা কমিটি ঘোষণা করে বিজেপি নেতৃত্ব। দলের নবগঠিত জেলা কমিটি, জেলা সভাপতি সহ দলীয় সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে ধীরে ধীরে তৈরি হয় নিচুতলার কর্মীদের ক্ষোভ।
পদ্ম শিবিরের অন্দরেই কানাঘুষো শোনা গিয়েছে, সংগঠনে নতুন আসা নেতৃত্বকে মেনে নিতে পারছেন না অনেকেই। সেই তালিকায় দলের মণ্ডল সভাপতি, সাধারণ কর্মী থেকে কিছু বিধায়করাও রয়েছেন। বিক্ষুব্ধদের অনেকেরই অভিযোগ, যাঁরা দলের বিপদের দিনে দলের পাশে থেকে কাজ করেছেন তাঁদের প্রাপ্তি শূন্য! নতুনরাই জায়গা করে যাচ্ছেন। যা নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরেই বিরোধ শুরু হয়েছে।
বাঁকুড়ার বিজেপি বিধায়ক যদিও মন্তব্য করেছেন, “সমস্তটাটাই তৃণমূলের মিথ্যাচার। ইচ্ছে করে ভুলভাল পোস্টার তৈরি করে বিজেপির নামে মিথ্যাচার করা হচ্ছে। এরসঙ্গে দলের কোনও কর্মীর যোগ নেই।”
এখানেই শেষ নয়, বিজেপির স্থানীয় সাংসদ, বিধায়ক ও জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দলীয় সমস্ত পদ থেকে পদত্যাগ করেন বাঁকুড়ার ছাতনা-১ মন্ডলের সভাপতি-সহ ওই মণ্ডলের নেতারা। রবিবার সকালে বাঁকুড়ার ছাতনা ব্লকের লোহাগড় মোড়ে ওই মণ্ডলের বিজেপি নেতৃত্ব বিক্ষোভ দেখান। পাশাপাশি প্রায় ১৩০ জন পদাধিকারী পদত্যাগের কথা জানান। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি বদল, নতুন জেলা কমিটি ঘোষণা নিয়ে দলের অন্দরে ক্ষোভ বাড়ছিল বলেই অভিযোগ ওঠে।
রবিবার লোহাগড় মোড়ে ছাতনা-১ মণ্ডলের সভাপতি জীবন মণ্ডল-সহ ওই মণ্ডলে বিজেপির একটা বড় অংশ, মণ্ডলের একাধিক মোর্চা নেতৃত্ব, শক্তি প্রমুখ ও বুথ সভাপতি একসঙ্গে দলের সমস্ত পদ থেকে সরে যান। এরপরই রাস্তায় নেমে প্রতিবাদে সরব হন সাংসদ-বিধায়কের বিরুদ্ধে। অভিযোগ, সাংসদ নিজের পছন্দমতো লোক দিয়ে জেলায় কমিটি তৈরি করেছেন। এমনকী শাসকদলের একাংশের সঙ্গে সাংসদের বোঝাপড়া রয়েছে বলেও অভিযোগ তোলেন তাঁরা।
যদিও এই পদত্যাগ প্রসঙ্গে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীলরুদ্র মণ্ডলের দাবি, দলবিরোধী কাজের জন্য ছাতনা-১ মণ্ডল সভাপতিকে একাধিকবার শোকজ করা হয়েছে। এখন কী কারণে এবং কাদের সঙ্গে নিয়ে তিনি ইস্তফা দেওয়ার কথা বলছেন তা খতিয়ে দেখা হবে। এরপরেই সরাসরি সুনীলের নামে পোস্টার পড়ায় কার্যত বিরোধের সূত্রপাত শুরু হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন, “এটা বিজেপির নিজস্ব ব্যাপার। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।”