Bankura: রাতের অন্ধকারে তীব্র গর্জন করে ধেয়ে আসছিল ওটা, জ্বলে উঠল রমজানের বাইকের হেডলাইট, কিন্ত বাড়ি আর ফেরা হল না

Bankura: ঘটনার পরেই এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই দুর্ঘটনার জন্য ডাম্পারটিকেই দায়ী করেন। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বেশ কিছুক্ষণ বিক্ষোভও দেখান এলাকার লোকজন। পরে কোতুলপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Bankura: রাতের অন্ধকারে তীব্র গর্জন করে ধেয়ে আসছিল ওটা, জ্বলে উঠল রমজানের বাইকের হেডলাইট, কিন্ত বাড়ি আর ফেরা হল না
ক্ষতিপূরণের দাবিতে আওয়াজ তুলছেন এলাকার লোকজন Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2024 | 11:14 AM

বাঁকুড়া: রেলের মাটি তোলার কাজ করছিল ডাম্পার। সেই ডাম্পারের ধাক্কাতেই মৃত্যু হল এক বাইক আরোহীর। শনিবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর থানার পাটপুর লালবাজার এলাকায়। মৃতের নাম রমজান খান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

বাঁকুড়ার কোতুলপুর থানার পাটপুর লালবাজার এলাকায় বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ নির্মাণের কাজ চলছে। এই রেলপথ উঁচু করার জন্য বেশ কিছু ডাম্পার দিনরাত মাটি বহনের কাজে যুক্ত। শনিবার রাতে বাঁকুড়ার জয়রামবাটি এলাকায় ব্যবসার কাজ সেরে বাইকে চড়ে গড়বেতা থানার ভেদুয়া গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন রমজান খান। তখনই ঘটে দুর্ঘটনা। মাটি বোঝাই একটি বেপরোয়া ডাম্পারের নিচে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ডাম্পারের পিছনের চাকায় পিষ্ঠ হয়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ঘটনার পরেই এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই দুর্ঘটনার জন্য ডাম্পারটিকেই দায়ী করেন। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বেশ কিছুক্ষণ বিক্ষোভও দেখান এলাকার লোকজন। পরে কোতুলপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধীরে ধীরে কিছুটা হলেও স্বাভাবিক হয় পরিস্থিতি। পুলিশ জানাচ্ছে, এদিন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।