Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soumitra Khan: সাগরদিঘি দেখিয়েছে আমরা সবাই তৃণমূলের বিরুদ্ধে : সৌমিত্র খাঁ

Bankura: এবার এই ফলাফল নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। বললেন, "সাগরদিঘি দেখিয়ে দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে আমরা সবাই।"

Soumitra Khan: সাগরদিঘি দেখিয়েছে আমরা সবাই তৃণমূলের বিরুদ্ধে : সৌমিত্র খাঁ
সৌমিত্র খাঁ, বিজেপি নেতা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2023 | 3:16 PM

বাঁকুড়া: গত বৃহস্পতিবার ফল প্রকাশ হয়েছে সাগরদিঘি উপনির্বাচনের। সেখানে তৃণমূলকে পরাজিত করে জয়ী হয়েছেন বাম-কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। পঞ্চায়েত ভোটের আগে সাগরদিঘির এই ফলাফলে কিছুটা আত্মবিশ্বাসী বিরোধী শিবির। এবার এই ফলাফল নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। বললেন, “সাগরদিঘি দেখিয়ে দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে আমরা সবাই।”

শনিবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে বিজয় মিছিল করতে পৌঁছন সৌমিত্র খাঁ। তিন রাজ্যে বিজেপির ভাল ফলাফলে এই মিছিল বের করে বিজেপি। সেখান থেকে সৌমিত্র বলেন, ” সাগরদিঘি দেখিয়ে দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে আমরা সবাই। তৃণমূল সমাজের ও শিক্ষিত যুব সমাজের শত্রু। তাই বুথে বুথে বলব তৃণমূলকে হারাতে পারলে সকলে একজোট হয়ে একটা জায়গায় ভোট দিন।”

এ দিন অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে সৌমিত্র খাঁ বলেন, “তৃণমূলের যারা দ্বিতীয় পদাধিকারী হন তাঁরা সকলেই জেল খাটেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি পছন্দ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থাও অনুব্রত মণ্ডলের মতো হবে। অনুব্রত মণ্ডলের আজ যে হাল হছে তা তাঁর কৃতকর্মের ফল।”

রাজ্যে অ্যডিনোতে শিশু মৃত্যু নিয়ে সৌমিত্র খাঁর বক্তব্য,”মুখ্যমন্ত্রী শিশু মৃত্যু বা আলু চাষীদের লোকসান নিয়ে বিশেষ চিন্তিত নন। তিনি ত্রিপুরা মেঘালয় নিয়ে বেশি চিন্তিত।”

সম্প্রতি শিক্ষা দফতরের প্রকাশিত তালিকায় জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির ক্রমহ্রাসমান পড়ুয়ার সংখ্যা নিয়েও এদিন জেলা জুড়ে আন্দোলন তীব্রতর করার ডাক দিয়েছেন সৌমিত্র খাঁ। অবিলম্বে শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে অভিভাবকদের কোমর বেঁধে রাস্তায় নেমে অবরোধ আন্দোলনে নামার ডাক দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।