IT Raid: ৫৪ ঘণ্টা পর বিধায়কের রাইস মিল থেকে বেরোল আয়কর দফতরের আধিকারিকরা

Bankura: তন্ময় বলেন, "বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এসব করা হচ্ছে। ইনকাম ট্যাক্স দিয়ে ২ দিন ধরে হেনস্থার চেষ্টা করা হল। তবে অনক্যামেরা আমি বলছি, আমার কাজ, ব্যবসা, আমার রাজনৈতিক জীবনে কোনও দুর্নীতি করিনি। কোনও দুর্নীতির সঙ্গে আজ অবধি জড়িত নই। যতদিন আমি রাজনীতিতে থাকব, মানুষ হিসাবে থাকব, মাথা উঁচু করে থাকব।"

IT Raid: ৫৪ ঘণ্টা পর বিধায়কের রাইস মিল থেকে বেরোল আয়কর দফতরের আধিকারিকরা
বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 6:15 PM

বাঁকুড়া: দীর্ঘ তল্লাশির পর বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের মালিকানাধীন রাইস মিল ছাড়লেন আয়কর দফতরের আধিকারিকরা। দীর্ঘ ৫৪ ঘণ্টা পর আয়কর দফতরের আধিকারিকরা এখান থেকে বেরোলেন। বিষ্ণুপুর শহরের কাছে চূড়ামণিপুর এলাকায় শিবানি রাইস মিল। বুধবার আয়কর দফতরের আধিকারিকরা সেখানে যান। বুধবার রাতভর চলে তল্লাশি। বৃহস্পতিবার সারা দিন সেখানেই ছিলেন আইটি আধিকারিকরা। শুক্রবারও দুপুর অবধি সেখানেই ছিলেন তাঁরা। বিকাল নাগাদ বেরিয়ে যান।

আয়কর দফতরের এই হানাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করেছেন বিধায়ক তন্ময় ঘোষ। তৃণমূলের এক কর্মসূচি থেকে শুক্রবার তন্ময় বলেন, “বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এসব করা হচ্ছে। ইনকাম ট্যাক্স দিয়ে ২ দিন ধরে হেনস্থার চেষ্টা করা হল। তবে অনক্যামেরা আমি বলছি, আমার কাজ, ব্যবসা, আমার রাজনৈতিক জীবনে কোনও দুর্নীতি করিনি। কোনও দুর্নীতির সঙ্গে আজ অবধি জড়িত নই। যতদিন আমি রাজনীতিতে থাকব, মানুষ হিসাবে থাকব, মাথা উঁচু করে থাকব। কোনওদিনও কোথাও মাথা নিচু করিনি। আমার বাবা ১৯৬৭ সাল থেকে ব্যবসা করছেন। আমি সেই বাড়ির ছেলে। আমার যা কিছু আছে আমার বাবার করা। আজ বিধায়ক হয়েছি বলে রমরমা নয়। তাই এভাবে যত হেনস্থা করবেন, তৃণমূল কর্মীদের জেদ বাড়বে।”

এ নিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “আমার পক্ষে এ নিয়ে কিছু বলা সম্ভব নয়। কারণ আমি ওই সংস্থায় নেই। তবে তন্ময়বাবু কিছুদিন ধরে যেভাবে বিষ্ণুপুরে জমি কেনাবেচা করছিলেন তাতে আমার মনে হয় দুর্নীতি থাকলেও থাকতে পারে।”