Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura Ration Dealer: বেনিয়মের জের, এমআর ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদককে সাসপেন্ড খাদ্য দফতরের

Bankura: প্রাথমিক ভাবে জেলার রেশন ডিলাররা এই প্রকল্পে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত প্রায় সব রেশন ডিলারই ওই প্রকল্পে যোগ দেন।

Bankura Ration Dealer: বেনিয়মের জের, এমআর ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদককে সাসপেন্ড খাদ্য দফতরের
সাসপেন্ড হওয়া রেশন ডিলার (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 04, 2022 | 3:39 PM

বাঁকুড়া: রেশন দোকানে লাগাতার বেনিয়মের জের। বাঁকুড়ায় সাসপেন্ড খোদ এমআর ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক গুরুপদ ঢক। খাদ্য দফতর নির্দিষ্ট অভিযোগ পেয়ে ওই রেশন ডিলার সংগঠনের নেতাকে বেনিয়মের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে। রেশন ডিলারদের জেলার একমাত্র সংগঠনের জেলা সম্পাদক এভাবে বেনিয়মের ঘটনায় সাসপেন্ড হওয়ায় প্রশ্নের মুখে পড়েছে এমআর ডিলারদের সংগঠন।

সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলায় গত ১৫ নভেম্বর থেকে দুয়ারে রেশন প্রকল্প চালু হয়। প্রাথমিক ভাবে জেলার রেশন ডিলাররা এই প্রকল্পে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত প্রায় সব রেশন ডিলারই ওই প্রকল্পে যোগ দেন। সম্প্রতি ডিলারদের বাঁকুড়া জেলার একমাত্র সংগঠন এমআর ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি যথাযথ ভাবে ওই প্রকল্প চালাচ্ছেন না।

ঘটনার তদন্তে নামে খাদ্য দফতর। জেলা খাদ্য দফতরের আধিকারিকরা তালডাংরা ব্লকের বারোমেস্যা গ্রামে গুরুপদ ঢকের রেশন দোকানে গিয়ে সরেজমিনে তদন্ত করে ওই রেশন ডিলারের বিরুদ্ধে মোট আট ধরনের বেনিয়মের হদিশ পান। আর তাঁকে বেনিয়মের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পাশাপাশি তাঁকে সাসপেন্ডও করা হয়। গুরুপদ ঢক এই অভিযোগগুলিকে বেনিয়ম বলে মানতে না চাইলেও ভুল-ত্রুটির কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবি রেশন দোকান চালাতে গিয়ে এমন ভুল ত্রুটি হয়ে যায়। তবে আগামীদিনে এমনটা হবে না। খাদ্য দফতরের স্পষ্ট হুশিয়ারি, রেশন দোকান কোনও মুদি দোকান নয়। সরকারি নিয়মনীতি মেনেই রেশন দোকান চালাতে হবে।

এর আগেও অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করেছি। এই তদন্তের পর আমরা কিছু ভুল ত্রুটি পেয়েছি। সেই কারণে ওনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ও সেই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে।

আরও পড়ুন: Mahishadal: বিয়ে কিংবা পরলৌকিক কাজ, দিতে হবে চাঁদা! গ্রাম কমিটির মাতব্বরিতে বিধ্বস্ত মহিষাদল