Road Accident: বড়জোড়ায় রাজ্য সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৮
Bus Accident: শুক্রবার গভীর রাতে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাসের।
বড়জোড়া: বাঁকুড়ার বড়জোড়ায় পথ দুর্ঘটনা। শুক্রবার গভীর রাতে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে। দুর্ঘটনায় আহত হয়েছেন ২৮ জন যাত্রী। আহতদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সাত জনের চোট গুরুতর হওয়ায় তাঁদের বাঁকুড়া মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। ইতিমধ্যেই ওই দুটি বাসকে আটক করেছে স্থানীয় থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে একটি বাস দুর্গাপুর থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। ওই সময়েই অপর একটি বাস বাঁকুড়া থেকে দুর্গাপুরের দিকে আসছিল। দ্বিতীয়টি ছিল একটি ট্যুরিস্ট বাস। বড়জোড়ায় স্টেট ব্যাঙ্কের শাখার কাছে আচমকাই মুখোমুখি সংঘর্ষ ঘটে ওই দুই বাসের। প্রাথমিকভাবে অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে ওই দুই বাসের। ঘটনায় দুটি বাসের মোট ২৮ জন আহত হন। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সাতজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বাঁকুড়া মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর শুক্রবার রাতেই ছেড়ে দেওয়া হয়।
এদিকে শুক্রবার রাতের ওই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তার উত্তর খুঁজতে তৎপর স্থানীয় থানার পুলিশকর্মীরা। বিশেষ করে ওই দুই বাসের গতি দুর্ঘটনার সময় কত ছিল, বাসগুলির মধ্যে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, এমন কিছু প্রশ্নেরও উত্তর খুঁজছেন পুলিশকর্মীরা। যে দুটি বাস দুর্ঘটনার কবলে পড়েছিল, সেই দুটিরই অবস্থা অতি শোচনীয়। দুটি বাসেরই সামনের দিকে অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।