Saumitra Khan: দুর্নীতি করলে সরকারি কর্মীদের পেনশনের টাকা আটকানো হুঁশিয়ারি সৌমিত্রর
Soumitra Khan: বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ বক্তব্য রাখেন বিজেপি সাংসদ। বলেন, "সরকারি আধিকারিকরা দুর্নীতির সঙ্গে যুক্ত হবেন না।"
বাঁকুড়া: মঙ্গলবার সকালে বিতর্কিত মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুভাষ সরকার (Subhas Sarkar)। আবাস নিয়ে মিথ্যা বললেই তৃণমূল কর্মীদের রামধোলাই দেওয়ার নিদান দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের তীর্যক মন্তব্য আরও এক বিজেপি নেতার। তিনি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। “দুর্নীতিতে যুক্ত থাকলে সরকারি আধিকারিকদের পেনশনের টাকা আটকে দেওয়ার হুঁশিয়ারি শোনা গেল বিজেপি এই নেতার গলায়।
বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ বক্তব্য রাখেন বিজেপি সাংসদ। বলেন, “সরকারি আধিকারিকরা দুর্নীতির সঙ্গে যুক্ত হবেন না। দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে আধিকারিকদের প্রত্যেকের নামে থানায় এফআইআর করব। সবাই আলাপন বন্দ্যোপাধ্যায় হবেন না। আপনাদের পেনশন আটকে যাবে। আর থানায় অভিযোগ করলে আপনাদের পেনশনের টাকা, ব্যাঙ্কের টাকা কীভাবে ED-র মাধ্যমে বন্ধ করা যায় সেই ব্যবস্থা করে দেব।”
এ দিন, সোনামুখী পৌরসভা সংলগ্ন বিধায়ক অফিসের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে বিজেপি (BJP)। এরপর সোনামুখী বিডিও অফিসে মিছিল শেষে বক্তব্য রাখেন তিনি। সম্প্রতি আবাস যোজনা নিয়ে বিডিওদের হুঁশিয়ারি দিতে দেখা যায় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা ও তালডাংরার তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্তীকে। এবার সেই তালিকায় যুক্ত হল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এর নামও।
তবে এ দিনের বিক্ষোভ কর্মসূচী থেকে সাংসদ সৌমিত্র শুধু সরকারি আধিকারিকদের হুঁশিয়ারি দিয়েছেন তাই নয়। তাঁর বক্তব্যের লক্ষ ছিল তৃণমূলও। এ দিন তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি চোরেদের রক্ষা-কবজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা গলায় লাগালে চুরি করতে অগ্রাধিকার পাবেন। ওই ছবি থাকলেই সবাই বলবে চোর যাচ্ছে, চোর যাচ্ছে।”