Bankura BJP-TMC Clash: আবাস দুর্নীতি নিয়ে ডেপুটেশন জমা দিতে গিয়ে বিজেপি-র উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Awas Yojana: আবাস যোজনায় দুর্নীতির ইস্যুতে বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত।
বাঁকুড়া: কেউ ইট ছুড়ছেন, কেউ আবার পাটকেল। ঠিক এমনই রণক্ষেত্র পরিস্থিতি দেখা গেল বাঁকুড়ায়। সেখানে আবাস দুর্নীতি নিয়ে পঞ্চায়েতে বিজেপি-র ডেপুটেশনকে ঘিরে রণক্ষেত্র নারায়ণপুর। ইতিমধ্যেই বিজেপি-তৃণমূল একে অপরের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে।
আবাস যোজনায় দুর্নীতির ইস্যুতে বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত। ওই ডেপুটেশানকে ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দুপক্ষের মধ্যে ইট বৃষ্টির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ঘটনাস্থলে আগে থেকেই মোতায়ন ছিল বিশাল পুলিশ বাহিনী। দ্রুত পরিস্থিতি সামাল দেয় পুলিশ। দুপক্ষের বেশ কয়েক জন কমবেশী জখম হয়েছে বলে দাবি করছে দুপক্ষই।
বিজেপির দাবি, এদিন বিক্ষোভ কর্মসূচী চলাকালীন নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস মিদ্দার নেতৃত্বে লাঠিসোটা ইট পাটকেল নিয়ে আন্দোলরত বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করে তৃণমূল কর্মীরা।
এই বিষয়ে পাত্রসায়রের মণ্ডল ২ বিজেপি সভাপতি অনুপ ঘোষ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন জমা দিতে গেছিলাম। তখনই আমাদের উপর ইট-পাটকেল ছোড়া হয়।”
পালটা তৃণমূলের দাবি এদিন বিক্ষোভ কর্মসূচীর নাম করে তৃণমূলের উপর হামলা চালায় বিজেপি। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বিজপির কর্মীরা ইট ছুড়ে ছোড়ে। নারায়ণপুর অঞ্চল তৃণমূল সভাপতি আশীস মিদ্যা বলেন, “বিজেপিরা ডেপুটেশন দেওয়ার নাম করে আচমকা এসে সাধারণ মানুষের উপর হামলা করেছে। তৃণমূলের উপর কিছু সমর্থক সেখানে ছিল। তাদের উপর আক্রমণ করা হয়েছে।”