TMC MLA: পাশে বসে সায়ন্তিকা, বিরোধীদের ধান মাড়াইয়ের হুঁশিয়ারি বিধায়কের, পাল্টা দিল বিজেপি
TMC MLA: সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে গ্রামে চলো কর্মসূচীতে যোগ দেন স্থানীয় তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। সেখানেই এমন বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় বিধায়ককে।
বাঁকুড়া : পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই শাসক-বিরোধী তরজায় উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। বিপক্ষকে আক্রমণ করতে নানা ধরনের ভাষাও ব্যবহার করছেন রাজনৈতিক নেতারা। এবার সেভাবেই বিরোধীদের আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক। বিরোধীদের ‘ধান মাড়াই’ হবে বলে প্রকাশ্য জনসভা থেকে মন্তব্য করলেন বিধায়ক অরূপ চক্রবর্তী। মঙ্গলবার বাঁকুড়ার এক জনসভায় যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার বাঁকুড়ার হাড়মাসড়া এলাকায় ওই জনসভার আয়োজন করা হয়েছিল। সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে গ্রামে চলো কর্মসূচীতেও যোগ দেন স্থানীয় তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। সেখানেই এমন বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় বিধায়ককে। বিধায়কের এই বক্তব্যর পর পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি।
তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীর ওই বক্তৃতার পর তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ধান মাড়াই শব্দবন্ধ ব্যবহার করে বিধায়ক আসলে কী বোঝাতে চেয়েছেন। সভা শেষে তিনি বলেন, ‘সারা রাজ্যে মহিলারা যেভাবে সংগঠিত হয়েছে, তাতে গ্রাম গঞ্জে যে ভাবে ধান মাড়াই করা হয় পঞ্চায়েত নির্বাচনের পর সে ভাবেই সিপিএম, বিজেপি ও কংগ্রেস ধান মাড়াই হয়ে যাবে।’
তৃণমূল বিধায়কের এই বক্তব্যকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির জেলা সভাপতি সুনীর রুদ্র মণ্ডলের দাবি, তৃণমূলের নেতারা যে ভাবে গ্রাম গঞ্জে মানুষের কাছে টাকা নিয়ে চাকরি চুরি করেছে, তাতে ইডি-সিবিআই তৃণমূল নেতাদের ইতিমধ্যেই ধান ঝাড়াই করছে। এখনও মাড়াইটা বাকি আছে। সেই মাড়াইটা পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ করে দেবেন।