Subhash Sarkar: যাঁরা চুরি করেননি, চলে আসুন বিজেপিতে, বিজয়া সম্মিলনী থেকে বার্তা সুভাষ সরকারের
Bankura News: সিপিএমের নেতাকর্মীদেরও দলে আহ্বান জানান সুভাষ সরকার।
বাঁকুড়া: যাঁদের গায়ে কোনও দুর্নীতির দাগ নেই, তাঁরা চাইলে বিজেপিতে যোগদান করতে পারেন বলে মন্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের (Subhash Sarkar)। রবিবার বাঁকুড়ার (Bankura) সিমলাপাল কমিউনিটি হলে বিজেপির দলীয় বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এই আহ্বান জানান সুভাষ সরকার। তিনি বলেন, যদি কেউ মনে করেন চুরি না করে, কোমরে দড়ি না পরে থাকবেন, তাহলে বিজেপিতে চলে আসুন। একইসঙ্গে সিপিএমের নেতা কর্মীদেরও দলে আসার আহ্বান জানান এই বিজেপি নেতার। পাল্টা তৃণমূলের তরফে সুভাষ সরকারের বক্তব্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়।
সুভাষ সরকারকে এদিন বলতে শোনা যায়, “যাঁরা সিপিএমের এখনও বসে আছেন, অনেকে চলে এসেছে, তারপরও বসে আছেন, তাদের বলব ভারতীয় জনতা পার্টিতে আসুন, দেশের জন্য কাজ করুন। আর তৃণমূলেও যাঁরা চুরিতে নেই, সাহসে ভর করে বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করুন। যদি চুরি না করবেন, কোমরে দড়ি না পরবেন, জেল না খাটবেন তাহলে বিজেপির নেতাদের সঙ্গে যোগাযোগ করুন। যাঁরা এখনও চুরি করেননি আসুন। তবে যাঁরা চুরি করেছেন তাঁরা ওখানেই থাকুন। কোনও দরকার নেই। সমাজ আপনাদের পরিত্যাগ করেছে।”
সুভাষ সরকারের এই বক্তব্যের সমালোচনা করে তৃণমূলের বাঁকুড়া জেলা সহ সভাপতি কল্যাণ দে বলেন, “সুভাষবাবু আগে প্রমাণ দিন কে চুরি করেছে কে চুরি করেনি। তৃণমূলের কেউ চুরি করেছে আর দল সঙ্গে আছে এমন কোনও নজির নেই। আসলে সুভাষবাবু দেউলিয়া। উনি তো দিল্লিতে বসে থাকেন নিজের স্বার্থে।” কল্যাণ দে’র দাবি, সুভাষ সরকারের বিষয়ে বাঁকুড়ার মানুষ সকলেই জানেন। তাই ওনার আর এসব বলে লাভ নেই। উনি বরং নিজেকে প্রমাণ করুন।