TMC Candidate list: ‘শিক্ষক নেতাকেই প্রার্থী চাই’, এবার পথে নামল তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্যরা
Municipal Elections 2022: তৃণমূল মাধ্যমিক শিক্ষা সেলের বাঁকুড়া জেলা সভাপতি গৌতম দাস। তাঁকে বাঁকুড়া পুরসভার যে কোনও একটি ওয়ার্ডে প্রার্থী করার দাবি তুলেছেন সংগঠনের সদস্যরা।
বাঁকুড়া: তৃণমূলের প্রার্থী তালিকা (Trinamool Congress Candidate List) নিয়ে ক্ষোভ বিক্ষোভে এবার শামিল দলেরই শিক্ষক সংগঠন। তৃণমূলের শিক্ষক নেতা তথা বিদায়ী পুর প্রশাসকমণ্ডলীর সদস্যকে প্রার্থী করার দাবিতে সোমবার রাস্তায় নামলেন শিক্ষকরা। বাঁকুড়া পুরসভার বিদায়ী প্রশাসক বোর্ডের সদস্য গৌতম দাসকে প্রার্থী হিসাবে চান তাঁরা। সেই দাবি নিয়েই সোমবার শিক্ষা সেলের শিক্ষকদের একাংশ বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলায় আন্দোলন করেন। দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ। গত শুক্রবার রাজ্যের অন্যান্য পুরসভার পাশাপাশি বাঁকুড়া পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিক্ষোভ। বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী পছন্দমতো না হওয়ায় তৃণমূল নেতাদের অনুগামীরা কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে আবার কোথাও অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। আর এই পরিস্থিতির মধ্যে ময়দানে দেখা গেল দলের শিক্ষক সংগঠনকেও।
তৃণমূল মাধ্যমিক শিক্ষা সেলের বাঁকুড়া জেলা সভাপতি গৌতম দাস। তাঁকে বাঁকুড়া পুরসভার যে কোনও একটি ওয়ার্ডে প্রার্থী করার দাবি তুলেছেন সংগঠনের সদস্যরা। আন্দোলনকারী শিক্ষকদের দাবি, দলের নির্দেশে বাঁকুড়া পুরসভায় দীর্ঘদিন পুর প্রশাসক সদস্য হিসাবে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন গৌতম দাস। সকলেই ভেবেছিলেন এবার তৃণমূলের তরফে তাঁকে প্রার্থী করা হবে। কিন্তু দলের প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যায় তাতে নাম নেই গৌতম দাসের। এরপরই পথে নেমে বিক্ষোভ দেখান বহু শিক্ষক।
এদিন বিক্ষোভে শামিল হয়েছিলেন শিক্ষিকা সঞ্চিতা প্রামাণিক। সঞ্চিতাদেবী বলেন, “যখন খুব কঠিন সময় ছিল তখন বাঁকুড়া পুরসভার উপ পুরপ্রশাসক হিসাবে তৃণমূল গৌতম দাসকে বসান। অথচ ওনাকে টিকিট দেওয়া হল না এবার। কিন্তু উনি যোগ্য। এটা শুধু আমরা শিক্ষক সমাজ বলছি না, বাঁকুড়া পুর এলাকার প্রতিটা মানুষ বলছেন। সকলে মুখ ফুটে বলতে পারছেন না। তাই আমরা সেই অস্ফুট কথা তুলে ধরছি। নতুন করে প্রার্থী তালিকায় বদল এনে গৌতম দাসকে টিকিট দিতে হবে। এই পুরসভায় ওনাকে ফেরাতে হবে। আমাদের বিশ্বাস আমাদের দলনেত্রীর কাছে এ বার্তা গেলে উনি নিরাশ করবেন না।”
শিক্ষক সুনীতকুমার মণ্ডল বলেন, “আমরা ভেবেছিলাম পুরভোটে স্বচ্ছ ভাবমূর্তির মানুষ হিসাবে গৌতম দাসের নাম থাকবে। কিন্তু দেখলাম দল তাঁকে টিকিট দিল না। এতে আমরা খুবই হতাশ হয়েছি। তার জন্যই আমরা আজ পথে নেমেছি। আমাদের কোনও নির্দিষ্ট ওয়ার্ডের দাবি নেই। বাঁকুড়া শহরের যে কোনও ওয়ার্ড থেকে, বাঁকুড়া পুরসভার প্রার্থী করা হোক। সেই বার্তাই আমরা দিতে চাই দলের শীর্ষ নেতৃত্বকে। তাই আজ পথে নামা।”
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা