Road Accident: রাস্তায় পড়ে ছটফট করছেন দু’জন, চোখ ঠিকরে আসছে তৃতীয়জনের, বীভৎস সে দৃশ্য…

Bankura: প্রত্যক্ষদর্শীদের দাবি, দু' চাকার গাড়ি দু'টিই একেবারে দুমড়ে মুচড়ে যায়। ছুটে আসেন স্থানীয়রা।

Road Accident: রাস্তায় পড়ে ছটফট করছেন দু'জন, চোখ ঠিকরে আসছে তৃতীয়জনের, বীভৎস সে দৃশ্য...
নিহতের আত্মীয়। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2022 | 9:42 AM

বাঁকুড়া: পথদুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। শুক্রবার রাতে বাঁকুড়ার ইন্দাসে এই ঘটনা ঘটেছে। ইন্দাস থানার খোসবাগে এদিন রাতে একটি বাইক ও একটি স্কুটির মুখোমুখি ধাক্কা লাগে। এই ঘটনায় গুরুতর আহত হন চারজন। মৃত্যু হয় দু’জনের। নাম শেখ রাহুল ও সাবির চৌধুরী। পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। অন্যদিকে আহতদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে একটি স্কুটিতে তিনজন যুবক যাচ্ছিলেন। ইন্দাস থেকে রসুলপুরের দিকে যাচ্ছিলেন তাঁরা। ইন্দাস কলেজ ও হাসপাতালের মধ্যবর্তী এলাকা খোসবাগে আবার একটি বাইকে চেপে তিনজন আসছিলেন। স্কুটি ও বাইকটি মুখোমুখি হতেই সজোরে ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি গাড়িরই গতি ছিল স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। ধাক্কা লাগতেই স্কুটি, বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন আরোহীরা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দু’ চাকার গাড়ি দু’টিই একেবারে দুমড়ে মুচড়ে যায়। ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই উদ্ধার করে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। খবর দেওয়া হয় থানায়ও। তবে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে শেখ রাহুল ও সাবির চৌধুরীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত চারজনের প্রাথমিক চিকিৎসা করা হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। শেখ রাহুল ছিলেন বাইকের চালক, অন্যদিকে স্কুটি চালাচ্ছিলেন সাবির।

সাবির চৌধুরীর এক আত্মীয় সৈয়দ গোলাম হাসান বলেন, “আমাদের বাড়ি বেরুগ্রামে। সেখানেই থাকতে বছর ২৩’র সাবির চৌধুরী, ২৫ বছরের সোয়েব মল্লিক ও ১৬ বছরের শেখ সফিকুল। শুক্রবার ওরা সাবিরের মামার বাড়ি খোসবাগে যাওয়ার জন্য বেরোয়। একটি স্কুটিতে যাচ্ছিল। খোসবাগ কলেজ মোড়ের কাছে উল্টে দিক থেকে আসা একটি বাইক ওদের ধাক্কা মারে। সাবির ঘটনাস্থলেই মারা যায়। সোয়েব, সফিকুল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।”