Basirhat Uttar Election Result 2021 Live: বসিরহাট উত্তর বিধানসভা আসনে টিএমসি আর বিজেপির মধ্যে কঠিন লড়াই, লাইভ আপডেটস
বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে (Basirhat Uttar Assembly Election Live Update) তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই। দেখুন, এই কেন্দ্রের সব তথ্য একনজরে।
উত্তর ২৪ পরগনা: পশ্চিমবাংলার (West Bengal) বসিরহাট উত্তর বিধানসভা আসনটি (Basirhat Uttar Assembly Seat) রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার (North 24 Parganas District) অন্তর্গত। ২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) এই বসিরহাট উত্তর বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ৫জন প্রার্থী । পশ্চিমবাংলার বসিরহাট উত্তর বিধানসভা আসনে যে সব প্রার্থীরা নির্বাচনী ময়দানে মুখোমুখি হয়েছেন তাঁরা হলেন তৃণমূল কংগ্রেস পার্টির (TMC) রফিকুল ইসলাম মণ্ডল (Rafikul Islam Mondal), ভারতীয় জনতা পার্টির (BJP) নারায়ন চন্দ্র মণ্ডল (Narayan Chandra Mondal), রাষ্ট্রীয় সেক্যুলার মজলিস পার্টির (RSMP) মোহম্মদ বাজ্জিদ আমিন (Md. Baijid Amin) এবং অন্য দুই দলের প্রার্থীরা। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আটটি দফায় অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিম বাংলার এবারের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল কংগ্রেস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) নেতৃত্বে যুযুধান বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনকে ঘিরে এই দুই দলেরই বিশ্বাসযোগ্যতা প্রশ্নের সম্মুখীন হয়েছে।
কেমন ছিল ২০১৬ র নির্বাচন
বসিরহাট উত্তর বিধানসভা আসনটি বিগত ১০ বছর ধরে কমিউনিস্ট পার্টি অব ইণ্ডিয়া ((মার্ক্সবাদী)র দখলে। ২০১৬র বিধানসভা নির্বাচনে সিপিএমের রফিকুল ইসলাম মণ্ডল শাসক দল তৃণমূলের এটিএম আবদুল্লাকে ৪৯২ ভোটের ব্যবধানে পরাজিত করেন। রফিকুল ইসলাম মণ্ডলের প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৯৭৮২৮ আর এটিএম আবদুল্লা পেয়েছিলেন ৯৭৩৩৬ টি ভোট। বিজেপি এখানে ছিল তৃতীয় স্থানে, তাদের প্রার্থী ১৩ হাজারের বেশি ভোট পেয়েছিলেন।
মোট ভোটারের সংখ্যা
২০১৬র বিধানসভা নির্বাচনের সময় এই আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ২৩৮৬৭০ জন। এর মধ্যে ২১৩৯৯৮ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন ওই নির্বাচনে। এই আসনের জন্য নির্ধারিত নির্বাচনী ক্ষেত্রে মোট ২৭৬ টি বুথ করা হয়েছিল। এই আসনটিতে প্রায় ৮৯ শতাংশেরও বেশি ভোট পড়েছিল।
এই আসনে প্রথম বিধানসভা নির্বাচন শুরু হয় ২০১১এ। সেই নির্বাচনে সিপিআইএমের প্রার্থী জয়লাভ করেন। তারপরের নির্বাচনে এখানে সিপিআইএমেরই আধিপত্য ছিল এবং ২০১৬ র নির্বাচনেও এই আসনটি সিপিআইএম ধরে রাখতে সফল হয়।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০১৬র পরিসংখ্যান
বর্তমান বিধায়কঃ রফিকুল ইসলাম মণ্ডল
প্রাপ্ত ভোটঃ ৯৭৮২৮
মোট ভোটারঃ ২৩৮৬৭০
ভোটারদের ভোটদানের হারঃ ৮৯.৬৬ শতাংশ
মোট প্রার্থী সংখ্যাঃ ৪