Bengal Corona: করোনার ‘শ্রীবৃদ্ধি’-র জের! শালবনিতে বন্ধ নোট মুদ্রণ কেন্দ্র, আক্রান্ত ২৬ জন

উল্লেখ্য, করোনা (Corona) আতঙ্কের জেরে মেদিনীপুর মেডিকেল কলেজেও বন্ধ করা হল অফলাইন ক্লাস। কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু জানান, করোনার জেরে আগাম সতর্কতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ২০০ জন এমবিবিএস পড়ুয়া অনলাইনেই ক্লাস করবেন এমনটাই জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।

Bengal Corona: করোনার 'শ্রীবৃদ্ধি'-র জের! শালবনিতে বন্ধ নোট মুদ্রণ কেন্দ্র, আক্রান্ত ২৬ জন
বন্ধ নোট মুদ্রণ কেন্দ্র, নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 21, 2021 | 11:42 AM

পশ্চিম মেদিনীপুর: করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ। রাজধানী দিল্লিতে ইতিমধ্যেই জারি লকডাউন। রাজ্যগুলিতে মাইক্রোকনটেইনমেন্ট জ়োন তৈরিতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এ বার করোনার জেরে বন্ধ হয়ে গেল শালবনির নোট মুদ্রণ কেন্দ্র। বুধবার সকাল থেকে আগামী চারদিনের জন্য় বন্ধ থাকবে কেন্দ্রটি।

বুধবার সকালে কর্তৃপক্ষের তরফে একটি নোটিস দিয়ে জানানো হয়, ২১ এপ্রিল থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে মুদ্রণ কেন্দ্র। কর্মীদের সকলকেই একান্তবাসের (Home Isolation) নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি থেকেই কাজ করবেন সকলে। চার দিন পর প্রয়োজনে উচ্চপদস্থ আধিকারিকরাই অফিসে আসতে পারবেন। একধাক্কায় ২৬ জন কর্মীর করোনা (Corona) রিপোর্ট পজিটিভ আসার জন্যই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আপাতত দুই সপ্তাহ সকল কর্মীকেই বাড়িতেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও কর্মী বা আধিকারিক শহর ছেড়ে যেতে পারবেন না এমন নির্দেশও দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। পরিস্থিতি বুঝেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, করোনা (Corona) আতঙ্কের জেরে মেদিনীপুর মেডিকেল কলেজেও বন্ধ করা হল অফলাইন ক্লাস। কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু জানান, করোনার জেরে আগাম সতর্কতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ২০০ জন এমবিবিএস পড়ুয়া অনলাইনেই ক্লাস করবেন এমনটাই জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।

প্রসঙ্গত, একদিনেই দেশে করোনা (Corona) আক্রান্ত প্রায় তিন লাখ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, একদিনেই দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৪১ জনের। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০২৩ জনের। এই নিয়ে দেশে গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ১৩০। মৃতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৮২ হাজার ৫৫৩-এ। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২১ লাখ ৫৭ হাজার ৫৩৮।