বীরভূমে বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির চাল
আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাস্থলে রামপুরহাটের এসডিপিও।
বীরভূম: ফের বিস্ফোরণ বীরভূমে (Birbhum)। তৃণমূল নেতার বাড়ির সামনেই একটি চালা ঘরে বিস্ফোরণ হয়। উড়ে গিয়েছে ওই ঘরের চাল। তবে এখনও হতাহতের কোনও খবর মেলেনি।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে বীরভূমের ময়ূরেশ্বরের ষাটপলশা গ্রামে তৃনমূল নেতার বাড়ির সামনে একটি চালা ঘরে বিস্ফোরণ হয়। জানা গিয়েছে, স্থানীয় তৃনমূল নেতা জটিলেশ্বর মণ্ডলের বাড়ির সামনেই ঘটনাটি ঘটে ।
আরও পড়ুন: ‘৩৫৬ বাণ’ই কি এবার ব্যুমেরাং হল বিজেপির? মমতা বললেন, “সব ভোট আমারই”
বিজেপির অভিযোগ যে বাইরে থেকে লোক এনে ওই ঘরে বোমা বাঁধার কাজ চলছিল। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাস্থলে রামপুরহাটের এসডিপিও। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিস। সত্যিই ওই ঘরে বসে বোমা বাঁধা হচ্ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা করছে পুলিস।