Anubrata Mondal: ‘কেষ্ট ইজ ব্যাক’, ২ বছর পর নিচুপট্টির বাড়িতে যেন উৎসব
Anubrata Mondal: এই নিচুপট্টির বাড়ি থেকেই ২০২২ সালের অগস্ট মাসে সিবিআই গ্রেফতার করে নিয়ে গিয়েছিল অনুব্রত মণ্ডলকে। সেই গ্রেফতারির পর কার্যত খাঁ খাঁ করত এই বাড়িচত্বর। অনুব্রতর পার্টি অফিসও এই বাড়ির সঙ্গেই। সেখানেও খুব কম লোকজনের আনাগোনা হয়েছে।
বীরভূম: দু’বছর পর নিচুপট্টির বাড়িতে মঙ্গল-উৎসব। মঙ্গলবার সকাল থেকে ঢাক, ঢোল, শঙ্খ, সবুজ আবির আর থিক থিক করছে মানুষের ভিড়। দু’বছর পর নিজের বাড়িতে পা রাখলেন অনুব্রত। নিচুতলার কর্মীরা বলছেন, ‘উৎসব তো বনতা হ্য়য়’।
এই নিচুপট্টির বাড়ি থেকেই ২০২২ সালের অগস্ট মাসে সিবিআই গ্রেফতার করে নিয়ে গিয়েছিল অনুব্রত মণ্ডলকে। সেই গ্রেফতারির পর কার্যত খাঁ খাঁ করত এই বাড়িচত্বর। অনুব্রতর পার্টি অফিসও এই বাড়ির সঙ্গেই। সেখানেও খুব কম লোকজনের আনাগোনা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে সেই ছবিতে আবারও বদল এসেছে। সকাল থেকে তৃণমূলের নিচুতলার কর্মীরা তো আছেনই। জেলার নেতারা এসেছেন। সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহারা হাজির সকলেই।
২ বছর ১ মাস ১২ দিন। জেলমুক্তি হল অনুব্রত মণ্ডলের। সোমবাক ২৩ সেপ্টেম্বর রাত সওয়া ৯টা নাগাদ দিল্লির তিহাড় জেলের ৩ নম্বর গেট দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। বাবার জন্য আগে থেকেই অপেক্ষায় ছিলেন মেয়ে সুকন্যা, যিনি নিজেও কয়েকদিন আগে জামিন পেয়েছেন। মেয়ের হাত ধরেই জেলের বাইরে পা রাখেন বীরভূমের এই দাপুটে নেতা। এদিন সুকন্য়াকে নিয়েই নিচুপট্টির বাড়িতে ঢোকেন। বাড়ির অফিসেও বসেন তিনি। দরজার সামনে পুলিশে ছয়লাপ। ভিতরে দু’একজন জেলার নেতা বসে। দরজার বাইরে থেকে চলছে উঁকিঝুঁকি। অনুব্রতও হাত নেড়ে দিচ্ছেন সাড়া।