Anubrata Mondal: ‘অনুপম একটা আপদ, এর বালি তার জমি চুরি করে বেড়ায়’

Anupam Hazra: বীরভূমে জমি দখলের অভিযোগ নতুন নয়। কিছুদিন আগেই ইলামবাজার ব্লকে বাউলশিল্পী পূর্ণদাস বাউলের জমি জবরদখল করে নেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে।

Anubrata Mondal: 'অনুপম একটা আপদ, এর বালি তার জমি চুরি করে বেড়ায়'
অনুপমকে কটাক্ষ অনুব্রতর, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2021 | 9:29 PM

বীরভূম: রাঙামাটিতে ফের ঘাস-পদ্ম সংঘাত। পারিবারিক জমিতে বেড়া দেওয়ার কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হলেন বিজেপি নেতা অনুুপম হাজরার (Anupam Hazra) বাবা। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাকে কেন্দ্র করে পাল্টা কটাক্ষ কেষ্টর (Anubrata Mondal)।

অনুব্রত এদিন বলেন, “অনুপম একটা আপদ। আজ শুনি এর বালি চুরি করে, কাল ওর জমি চুরি করে! ওর আর এর চেয়ে বেশি কী কাজ রয়েছে! কোনও কাজ রয়েছে নাকি! খালি যত অনৈতিক কাজে ওর নজর। সেইসবই করে বেড়ায়। ওকে এত গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই। অন্যের জমি নিজের বলে চালালে তো পুলিশ এসে ধরবেই। অন্যের জমি নিজের নামে জবরদখল করে রাখছে। তেমন হয় নাকি! তাই পুলিশ ধরেছে। এখানে তৃণমূলের কোনও হাত নেই।”

অনুপমের অভিযোগ, তাঁর বাবা নিজের জমিতে সীমানা বরাবর বেড়া দিতে যাচ্ছিলেন। সেইসময়ে স্থানীয় পঞ্চায়েত তৃণমূল নেতা ও তাঁর অনুগামীরা এসে ঘিরে ধরেন। এমনকী ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। তৃণমূলের তরফে মিথ্যা অভিযোগ করা হয়, ওই জমি কোনওভাবেই অনুপমের পারিবারিক সম্পত্তি নয়। বরং তিনি জবরদখল করে রেখেছেন। ফলে পুলিশ এসে সেই অবৈধভাবে কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন অনুপম।

অনুপমের কথায়, “ত়ৃণমূলের জমি মাফিয়াদের দৌরাত্ম্যে এখন এই দুর্বিষহ অবস্থা। নিজের জমিও আর নিজের বলতে পারব না। গত কয়েকদিন ধরে বীরভূমের ঘরছাড়া বিজেপি কর্মীদের পাশে দাঁড়াবার পার্শ্বপ্রতিক্রিয়া হল এইভাবে ইচ্ছে করে এসে আমারা জমি-জায়গা দখলের চেষ্টা। সংগঠনের কাজ করতে এসছি আর তারপরেই কীভাবে আমায় হেনস্থা করা যায় তাই চেষ্টা করে যাচ্ছে।”  এই ঘটনাকে কেন্দ্র করেই পাল্টা অনুপমকেই এদিন তোপ দাগেন তৃণমূল জেলা সভাপতি।

বীরভূমে জমি দখলের অভিযোগ নতুন নয়। কিছুদিন আগেই ইলামবাজার ব্লকে বাউলশিল্পী পূর্ণদাস বাউলের জমি জবরদখল করে নেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। নিজের ‘বেদখল’ হওয়া জমি গত শুক্রবার সরেজমিনে দেখতে আসেন পূর্ণদাস বাউল। খবর পেয়ে সেখানে যান ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের প্রতিনিধি এবং স্থানীয় পুলিশ-প্রশাসনের কয়েক জন কর্মী।

বোলপুর-শান্তিনিকেতনে জমি মাফিয়াদের দৌরাত্ম্যে অনেক প্রকৃত জমির মালিক নিজেদের জমি হারাতে বসেছেন বলে অভিযোগ। কিছুদিন আগেও এমনই ঘটনা ঘটে বোলপুরের সুরুল, তালতোর এলাকায়। ওই এলাকায় কয়েকশো প্রকৃত মালিকের জমি অবৈধভাবে জমি মাফিয়ারা রাতারাতি হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। পূর্ণদাস বাউলের জমিও বেদখল হওয়ার অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে বীরভূম জেলা প্রশাসন। জমি ফিরে পেতে জেলাশাসক থেকে শুরু করে ভূমি দফতরে লিখিত অভিযোগ করেন পূর্ণদাসের ছেলে দিব্যেন্দু দাস বাউল।

আরও পড়ুন: Anubrata Mondal: যা চান তাই পান, দিনভর ভক্তিভরে মহাযজ্ঞের আয়োজনে সতীপীঠে ‘কেষ্ট’