Bankura: বাড়ির সামনেই বাজি ফাটিয়ে উল্লাস, বাধা দিতেই মারধর BJP কর্মীদের
Bankura Post Poll Violence: অভিযোগ গতকাল রাতে তৃণমূলের লোকজন বিজেপি কর্মী সমর্থকদের বাড়ির সামনে বাজি ফাটিয়ে উল্লাস করতে শুরু করে। বাড়ি থেকে দূরে বাজি ফাটানোর কথা বলায় একাধিক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

বাঁকুড়া: গণনা মিটতেই জায়গায়-জায়গায় থেকে উঠে আসছে ভোট পরবর্তী হিংসার খবর। বাঁকুড়ার পাত্রসায়েরের পর এবার ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল বিষ্ণুপুর লোকসভার কোতুলপুর। বুধবার রাত্রিবেলা কোতুলপুর থানার কোয়ালপাড়া বেড়ারপাড় এলাকায় হামলা চালিয়ে একের পর এক বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। মারধর করা হয় বিজেপি (BJP) সমর্থক হিসাবে পরিচিত স্থানীয় বেশ কয়েকজনকে। বাদ যায়নি বাড়ির বৃদ্ধা ও মহিলারাও। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
গত ৪ঠা জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। বিষ্ণুপুর লোকসভায় বিজেপি জয় পেলেও সারা রাজ্যে বিজেপির প্রত্যাশিত ফল হয়নি। এই ফলাফল ঘোষণা হতেই বিষ্ণুপুর লোকসভার বিভিন্ন এলাকায় শুরু হয় ভোট পরবর্তী অশান্তি। ফলাফল ঘোষণার দিনই পাত্রসায়েরের নারায়ণপুরে বিজেপির দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি হামলা চালানোর অভিযোগ উঠেছিল স্থানীয় বিজেপি নেতার বাড়িতে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে গতকাল রাতে ফের একদল দুষ্কৃতী হামলা চালায় কোতুলপুর থানার কোয়ালপাড়া বেড়ারপাড় এলাকায়।
অভিযোগ গতকাল রাতে তৃণমূলের লোকজন বিজেপি কর্মী সমর্থকদের বাড়ির সামনে বাজি ফাটিয়ে উল্লাস করতে শুরু করে। বাড়ি থেকে দূরে বাজি ফাটানোর কথা বলায় একাধিক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িও। অভিযোগ উড়িয়ে এক্ষেত্রেও তৃণমূলের দাবি, গোটা ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দের বহিঃপ্রকাশ।
আক্রান্ত ব্যক্তি বিভাস রায় বলেন, “আমরা বসেছিলাম আমাদের বাড়ির সামনে বাজি ফাটাচ্ছে। আমরা বললাম একটু সাইডে সরিয়ে ফাটাও। খুশির দিন। তোমা জিতেছ তোমরা ফাটাচ্ছে বাজি ভাল কথা। কিন্তু ওরা শোনেনি। তারপরই হামলা চালাল।” বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, “মিথ্যে এবং ভিত্তিহীন অভিযোগ। এই ধরনের রাজনীতিতে তৃণমূল বিশ্বাসী নয়। যেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ দলকে ভোট দিয়েছে সেখানে এইসবের কোনও মানে হয় না।” কোতুলপুরের বিজেপি-র মণ্ডল সভাপতি বলেন, “ওরা তো আমাদের বাড়ির মা-বোনেদের কাপড়ের ভিতরে বোমা ঢুকিয়ে বোমা ফাটাচ্ছে। এটা তো মেনে নেওয়া যাবে না। তার প্রতিবাদ হবে। আমাদের তিন চারজন কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।”





