Birbhum: কেষ্টহীন বীরভূমে ‘খেল’ দেখানো শুরু করল BJP
Birbhum: জানা গিয়েছে, বীরভূমের খয়রাশোলে প্রার্থীর নাম ছাড়াই সকাল থেকে দেওয়াল লেখা শুরু করেছেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। কোনও বাড়ির দেওয়ালে 'পদ্মফুল' এঁকেছেন। আবার অন্য একটি বাড়ির দেওয়ালে লিখেছেন, 'মোদী সরকার'। আর দেওয়াল লেখার পর আত্মবিশ্বাসের সঙ্গে ধ্রুব সাহা দাবি করলেন, 'বিজেপি-ই জিতবে'।

খয়রাশোল: ভোট আসছে। জেলায়-জেলায় চড়ছে রাজনৈতিক পারদ। প্রার্থী ঘোষণা এখনও হয়নি। তবে নির্বাচনের বাতাবরণ তৈরি করতে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। মেদিনীপুর, হুগলিতে এই ভাবে দেওয়াল লিখতে দেখা গিয়েছে বিজেপি-কে। এবারের ঘটনাস্থল বীরভূমের খয়রাশোল। সেখানেও দেওয়াল লিখনের কাজ শুরু করল বিজেপি। বস্তুত, বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এখন তিহাড়ে। গরুপাচার মামলায় নাম জড়িয়ে সেখানেই রয়েছেন তিনি। আর কেষ্ট জেলে যেতেই জেলায় কার্যত মাথা চাড়া দিয়ে উঠেছে বিরোধী দল বিজেপি। এক সময় এই অনুব্রত মণ্ডলই ‘খেলা হবে’ বলেছিলেন। এবার তাঁরই জেলায় তৃণমূলের আগেই দেওয়াল লিখে ‘খেলা’ দেখাতে শুরু করল বিজেপি।
জানা গিয়েছে, বীরভূমের খয়রাশোলে প্রার্থীর নাম ছাড়াই সকাল থেকে দেওয়াল লেখা শুরু করেছেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। কোনও বাড়ির দেওয়ালে ‘পদ্মফুল’ এঁকেছেন। আবার অন্য একটি বাড়ির দেওয়ালে লিখেছেন, ‘মোদী সরকার’। আর দেওয়াল লেখার পর আত্মবিশ্বাসের সঙ্গে ধ্রুব সাহা দাবি করলেন, ‘বিজেপি-ই জিতবে’। তিনি বললেন, “মানুষের কাছে মোদী সরকারের বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই দেওয়াল লিখনের কাজ শুরু করেছি। সেই কারণে নেতা-কর্মীদের দিয়ে দেওয়াল লেখানো শুরু হয়েছে। দল যখন প্রার্থী ঘোষণা করবে তখন প্রার্থীর নাম লেখা হবে। কিন্তু এখন দেশের উন্নয়নে মোদীজীর ভূমিকার কথা উল্লেখ করে এই লিখন চলছে।”
যদিও, বিজেপি-র এই দেওয়াল লিখনকে কটাক্ষ করেছে তৃণমূল। বীরভূম জেলার সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, “একটি রাজনৈতিক দল নির্বাচনের আগে দেওয়াল লিখন করবে এটা নতুন কিছু নয়। আমাদেরও বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন হয়েছে। তবে যাদের জন্য এই দেওয়াল লিখন তাঁদের অন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা আছে। তাই নতুন করে আর কিছু ওদের করার নেই। আর বিজেপির কাছে প্রচুর অর্থ রয়েছে। তাই এই সব করছে। কিন্তু বীরভূমের দুটো সিটেই হারবে।”





