Birbhum Bombing: বাড়ির ওপর দিয়ে গিয়েছে জলের পাইপ, দুই পরিবারের সংঘর্ষে ব্যাপক বোমাবাজি
Birbhum Bombing: ইব্রাহিম শেখের অভিযোগ, মঙ্গলবার সকালে মিরাজ শেখ এলাকার বিজেপি নেতা সানোয়ার শেখ দলবল নিয়ে গিয়ে তাঁর আত্মীয়দের পাঁচটি বাড়িতে বেপরোয়া বোমাবাজি করে বলে অভিযোগ।
বীরভূম: জলের পাইপ বসানোকে কেন্দ্র করে বিবাদের জেরে দু’পক্ষের বোমাবাজি। বোমার আঘাতে আহত হয়েছেন উভয় পক্ষের পাঁচজন। আহতদের মল্লারপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার কোট গ্রামে। ঘটনার পর গ্রামে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোট গ্রামের মিরাজ শেখের জায়গার ওপর দিয়ে প্রতিবেশী ইব্রাহিম শেখের বাড়ির জলের পাইপ লাইন বসানো ছিল । সমস্যার সূত্রপাত হয়, যখন সেই পাইপ লাইন ইব্রাহিম শেখকে সরিয়ে নিতে বলেন মিরাজ সেখ। তার জেরে সোমবার বিকাল থেকে দু’জনের মধ্যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়। এদিন সকালে সেই অশান্তির জেরে বোমাবাজি শুরু হয় ।
ইব্রাহিম শেখের অভিযোগ, মঙ্গলবার সকালে মিরাজ শেখ এলাকার বিজেপি নেতা সানোয়ার শেখ দলবল নিয়ে গিয়ে তাঁর আত্মীয়দের পাঁচটি বাড়িতে বেপরোয়া বোমাবাজি করে বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ।
যদিও এই অভিযোগ অস্বীকার করেন ইব্রাহিম শেখের নামে পাল্টা বোমা মারার অভিযোগ তুলেছেন মিরাজ শেখ। গ্রামের বেপরোয়া বোমাবাজিতে উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এত বোমা এখনও এলাকাবাসীদের বাড়িতে রয়েছে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। গত বছরই টানা অভিযান চালিয়েছিল পুলিশ। গোটা জেলা থেকে যত পরিমাণ বোমা উদ্ধার হয়েছিল, তা রীতিমতো চমকে ওঠার মতো। কিন্তু এখন একটা নিতান্ত গ্রাম্য বিবাদে গ্রামে যেভাবে বোমাবাজি হয়েছে, তা নিয়ে প্রশ্ন থাকছেই।