Birbhum Lok Sabha Election: ‘প্রিসাইডিং অফিসার বলছে অন্য লোকে ভোট দিয়েছে, আমি কি মরে গেছি নাকি যে কেউ ভোট দিয়ে দেবে?’

Birbhum Lok Sabha Election: ঘটনাটি ঘটেছে রামপুরহাট ১১৩ নম্বর বুথে। সেখানকার ভোটার লালমণি বিবি এই অভিযোগ করেছেন। মহিলার দাবি, তাঁর ভোট অন্য কেউ দিয়ে দিয়েছেন। কর্তব্যরত পিসাইডিং অফিসার যদিও এজেন্টের দিকে বল ঠেলে দিয়েছেন। মহিলা জানিয়েছেন, তিনি সকাল থেকেই ভোট দেওয়ার জন্য বসে রয়েছেন। অথচ ভোট দিতে পারেননি।

Birbhum Lok Sabha Election: 'প্রিসাইডিং অফিসার বলছে অন্য লোকে ভোট দিয়েছে, আমি কি মরে গেছি নাকি যে কেউ ভোট দিয়ে দেবে?'
লালমণি বিবিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2024 | 5:59 PM

রামপুরহাট: চতুর্থ দফার ভোটে সকাল থেকেই বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। তবে এর মধ্যে সব থেকে বেশি অশান্তির খবর উঠে এসেছে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে। ছাপ্পা ভোট থেকেম মারপিট। অনুব্রতর জেলায় দফায়-দফায় উত্তেজনার খবর সামনে এসেছে। এ দিন আবার ভোটের শেষ বেলায় এক মহিলা অভিযোগ করলেন তাঁর ভোট নাকি হয়ে গিয়েছে।

ঘটনাটি ঘটেছে রামপুরহাট ১১৩ নম্বর বুথে। সেখানকার ভোটার লালমণি বিবি এই অভিযোগ করেছেন। মহিলার দাবি, তাঁর ভোট অন্য কেউ দিয়ে দিয়েছেন। কর্তব্যরত পিসাইডিং অফিসার যদিও এজেন্টের দিকে বল ঠেলে দিয়েছেন। মহিলা জানিয়েছেন, তিনি সকাল থেকেই ভোট দেওয়ার জন্য বসে রয়েছেন। অথচ ভোট দিতে পারেননি।

লালমণি বিবি বলেন, “আমি ভোটের লাইনে দাঁড়িয়েছিলাম। আমাকে বলছে যে তোমার ভোট হয়ে গিয়েছে। প্রিসাইডিং অফিসার বলল অন্য লোকে তোমার ভোট দিয়ে দিয়েছে। আমি বললাম আমার ভোট তো আমি দেব। অন্য লোকে কেন দেবে। আমি তো ভোট দেবই। আমি কি মৃত নাকি যে ভোট দেব না?”