Suvendu Adhikari: নাম বলেছিলেন শুভেন্দু; শতাব্দী বললেন, ‘নেতার বিরুদ্ধে অভিযোগ থাকুক, ভালবেসে দলকে ভোট দিন’
Suvendu Adhikari: এ দিনের, সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এছাড়াও ছিলেন দলের জেলা কোর কমিটির সদস্যরা।
বীরভূম: রবিবার বীরভূমে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারই পাল্টা সভা মঙ্গলবার করল তৃণমূল। সেই সভায় উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়। জেলাবাসীর কাছে তাঁর আবেদন, “নেতার বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক, তাও ভালবেসে দলকেই ভোট দেবেন।”
এ দিনের, সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এছাড়াও ছিলেন দলের জেলা কোর কমিটির সদস্যরা। রবিবার মুরারইয়ের সেদিনের সভা থেকে শুভেন্দু অধিকারী ব্লক সভাপতি, বিনয় ঘোষ, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ প্রদীপ ভগত, তৃণমূল নেতা আলি খানকে একহাত নিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন। স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ পত্র তুলে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীর হাতে।
আজ পালটা সভায় তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন যে, কোনও নেতার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে। কিন্তু দলকে ভালবেসে কাজ করুন। শতাব্দী করেন, “সামনে পঞ্চায়েত ভোট। তারপর লোকসভা। জিততে হবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল আমরা অনেক কিছু পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য ডাকছেন। ২০০৯ এ প্রথমে যখন এসেছিলাম তখন সবাই বলত এরা শতাব্দী রায়কে দেখতে এসেছেন। ভোট দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাজ করছে। দু’একজন নেতার প্রতি আপনার অভিযোগ থাকতে পারে। রাগ থাকতে পারে। তার মানে গোটা দল খারাপ নয়।”