Cow Smuggling Case: কয়লা থেকে গরুপাচারে অভিযুক্ত সিউড়ি থানার IC-কে বদলির নির্দেশ
Sk Mahammad Ali: একই সঙ্গে বদলি করা হয়েছে রামপুরহাট থানার আইসি দেবাশিস চক্রবর্তীকেও। তাঁর জায়গায় এবার থেকে দায়ভার সামলাবেন পশ্চিম মেদিনীপুর জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইনস্পেক্টর নীলৎপল মিশ্র।
বীরভূম: বদলি করা হল বীরভূমের সিউড়ি থানার সেই আইসি শেখ মহম্মদ আলিকে। গরু পাচারকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লিতে তলব করেছিল তাঁকে। সেই আইসি-কেই এবার বদলি করা হল। মঙ্গলবার (১১ এপ্রিল)আইজি-র তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে উল্লেখ থাকে, মহম্মদ আলিকে বদলি করা হচ্ছে বীরভূম জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। আর মহম্মদ আলির জায়গায় নতুন আইসি হচ্ছেন পূর্ব বর্ধমান জেলার কোর্ট ইনস্পেক্টর দেবাশিস ঘোষ। একই সঙ্গে বদলি করা হয়েছে রামপুরহাট থানার আইসি দেবাশিস চক্রবর্তীকেও। তাঁর জায়গায় এবার থেকে দায়ভার সামলাবেন পশ্চিম মেদিনীপুর জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইনস্পেক্টর নীলৎপল মিশ্র। খুব শীঘ্রই এই পুলিশ আধিকারিকরা নিজেদের দায়িত্ব-ভার বুঝে নেবেন।
প্রসঙ্গত, গরু পাচারকাণ্ডে সম্প্রতি ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সিউড়ি থানার আইসি মহম্মদ আলি। দিল্লিতে প্রবর্তন ভবনে ইডির (Enforcement Directorate) অফিসে ডেকে পাঠানো হয় তাঁকে। বস্তুত, গরু পাচার কাণ্ডে অন্যতম করিডর হল বীরভূম ও মুর্শিদাবাদ। এই পাচারের কারবারের সঙ্গে বিপুল অঙ্কের কালো টাকার লেনদেন জড়িয়ে রয়েছে বলে সন্দেহ কেন্দ্রীয় গোয়েন্দাদের। সেই সূত্র ধরেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল মহম্মদ শেখ আলিকে। সূত্রের খবর, গরুপাচারের ক্ষেত্রে কোনওরকম প্রোটেকশন মানি নেওয়া হত কি না, সেই সব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দিল্লিতে ডেকেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
শুধু গরু নয়, এর আগে কয়লা কেলেঙ্কারি মামলাতেও সিবিআই গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল সিউড়ি থানার এই আইসিকে। এরপর গরু পাচার মামলাতেও ইডির চোখা চোখা প্রশ্নের মুখোমুখি হতে হয় আইসি মহম্মদ শেখ আলিকে।