অনুব্রতর কনভয়ে দুর্ঘটনা, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা
এদিন ময়ূরেশ্বরে জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।
বীরভূম: অনুব্রত মণ্ডলের কনভয়ে দুর্ঘটনা। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। তবে আহত হয়েছেন দুই গাড়ির চালক। বীরভূমের আমোদপুরের কাছে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে।
এদিন দুপুর তিনটে নাগাদ ময়ূরেশ্বরে জনসভা ছিল অনুব্রত মণ্ডলের। সেখানে যাওয়ার পথে তাঁর কনভয়ের সামনে চলে আসে একটি কুকুর। সেই কুকুরকে রক্ষা করতে গিয়ে অনুব্রতর কনভয়ের দু’টি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা মারে। যদিও ওই গাড়িগুলি থেকে কিছুটা এগিয়ে ছিল তাঁর গাড়িটি।
আরও পড়ুন: জোট না হলে একাই লড়ার হুঙ্কার আব্বাসের, মিমকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য
তৃণমূলের বীরভূম জেলা সভাপতির কোনও আঘাত না লাগলেও যে দু’টি গাড়ি একে অপরকে ধাক্কা মারে সেই গাড়ির চালকদের অল্পবিস্তর আঘাত লাগে। তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই দুর্ঘটনা প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “একটি কুকুর চলে এসেছিল সামনে। তাকে বাঁচাতে গিয়েই আমার কনভয়ের দু’টি গাড়ি ধাক্কা মারে। দুই চালকের আঘাত লেগেছে। তবে বাইরের কারও কোনও আঘাত লাগেনি।”