Video: বীরভূমে ভয়াবহ দৃশ্য! সহযাত্রীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে প্রণাম ঠুকলেন অভিযুক্ত
Birbhum: শনিবার রাত্রিবেলা ঘটনাটি ঘটেছে হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, চলন্ত ট্রেনের মধ্যেই দুই যাত্রী প্রথমে বচসায় জড়ান।
শনিবার রাত্রিবেলা ঘটনাটি ঘটেছে হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, চলন্ত ট্রেনের মধ্যেই দুই যাত্রী প্রথমে বচসায় জড়ান। এরপর শুরু হয় ধাক্কাধাক্কি। আর তারপরই এক যাত্রী অপরজনকে ঠেলে ফেলে দেন ট্রেন থেকে। পরে তারাপীঠ ঢোকার মুখে অভিযুক্তকে দেখা যায় করজোড়ে প্রণাম করতে। হাড়হিম করা সেই ভিডিয়োটি ভাইরাল হয়। পরে ট্রেনেরই অপর সহযাত্রীর তোলা ভিডিয়ো দেখে অভিযুক্তর খোঁজে তল্লাশি চালায় রেল পুলিশ।
রেল পুলিশের দাবি, তারাপীঠ ও রামপুরহাট স্টেশনের মাঝামাঝি কোনও একটি জায়গায় ঘটনাটি ঘটেছে। রেল পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, যাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে তাঁর নাম সজল শেখ। তাঁর বাড়ি বীরভূমের রামপুরহাট থানার সুঁদিপুরে। ইতিমধ্যেই সজলকে রক্তাক্ত অবস্থায় তারাপীঠ রোড ও রামপুরহাট স্টেশনের মাঝে রেললাইনের ধার থেকে উদ্ধার করা হয়েছে। তারপরে তাঁকে গুরুতর জখম অবস্থায় তাঁকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে সজলকে শেখকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর বিষয়টি জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। তিনি বলেন, ‘ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি।’