TMCP: অশনি সঙ্কেত? অভিষেকের সভার ৩ দিন আগে আবারও ক্ষমা চেয়ে পদত্যাগ যুব তৃণমূল নেতার

Rampurhat: আজ দুপুরে সোশ্যাল মিডিয়া ও ভিডিয়ো বার্তা পোস্ট করে দল ছাড়ার বিষয়টি ঘোষনা করেন সঙ্কেত। পারিবারিক অসুবিধা ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি।

TMCP: অশনি সঙ্কেত? অভিষেকের সভার ৩ দিন আগে আবারও ক্ষমা চেয়ে পদত্যাগ যুব তৃণমূল নেতার
পদত্যাগ তৃণমূল যুব নেতা সঙ্কেত সেনগুপ্ত (নিজস্ব চিত্র) (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2023 | 7:58 PM

রামপুরহাট: শুক্রবারের পর শনিবার! ফের তৃণমূল কংগ্রেস ছাড়লেন এক নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের তিনদিন আগেই পদত্যাগ করলেন যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঙ্কেত সেনগুপ্ত। গতকালই তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি রিয়াজুল হক তৃণমূল কংগ্রেস দল ছাড়েন। তার ২৪ ঘণ্টার মধ্যেই ফের তৃণমূল কংগ্রেস ছাড়লেন সঙ্কেত সেনগুপ্ত।

আজ দুপুরে সোশ্যাল মিডিয়া ও ভিডিয়ো বার্তা পোস্ট করে দল ছাড়ার বিষয়টি ঘোষনা করেন সঙ্কেত। পারিবারিক অসুবিধা ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। তিনি বলেন, “সকলের কাছে ক্ষমাপ্রার্থী আমি। আমার পারিবারিক অসুবিধা ও শারীরিক অসুস্থতার জন্য দলকে সময় দিতে পারছি না। তার জন্য আমি রামপুরহাট শহর তৃণমূল যুব কংগ্রেসে সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তাফা দিলাম ও তৃণমূল কংগ্রেস দল ছাড়লাম।” আগামী ৯ মে বীরভূম সফরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঠিক চার দিন আগেই এই তৃণমূল নেতার দল ছাড়ার বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

প্রসঙ্গত, সংখ্যালঘু সেলের ব্লক সভাপতির পদ ছাড়ার সময় রিয়াজুল হকও একই কথা বলেন। দলত্যাগ করার সময় তিনি বলেন, “‘আমি পরিবারকেও ঠিক মতো সময় দিতে পারছি না, দলকেও সময় দিতে পারছি না। অন্যদিকে ব্যবসার কাজেও সেভাবে সময় দিতে পারছি না। তাই দল ছেড়ে দিলাম। আমাকে ক্ষমা করবেন।”