Anupam Hazra: অনুপমকে ‘অকালকুষ্মাণ্ড’ উল্লেখ করে পোস্টার ফেলল তাঁর দলেরই লোকজন

Anupam Hazra:

Anupam Hazra: অনুপমকে 'অকালকুষ্মাণ্ড' উল্লেখ করে পোস্টার ফেলল তাঁর দলেরই লোকজন
অনুপমের বিরুদ্ধে পড়ল পোস্টার Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 1:00 PM

বোলপুর: বিগত কয়েকদিন ধরেই বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরাকে নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। এবার বীরভূমের শান্তিনিকেতনে পড়ল তাঁর বিরুদ্ধে পোস্টার। অভিযোগ, বিজেপি-র আদি কর্মীরা এই পোস্টার দিয়েছেন। তাও আবার পোস্টার ফেলা হয়েছে অনুপমের নিজের শহর বোলপুরে।

শুক্রবার পড়া সেই পোস্টারে লেখা রয়েছে, “অকালকুষ্মাণ্ড অনুপম হটাও, বিজেপি বাঁচাও” যদিও, পোস্টার পড়ার বিষয়টি নজর এড়ায়নি অনুপমের। তিনি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন যে, রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্নীতিগ্রস্তদের জেলা সভাপতি হিসাবে বসিয়ে রেখেছে রাজ্য বিজেপি। তিনি দুর্নীতি মুক্ত বিজেপির ডাক দিয়েছেন বলে রাতের অন্ধকারে তাঁর বিরুদ্ধে পোস্টার মারা হয়েছে।

সম্প্রতি রামপুরহাটে বিজয়া সম্মিলনীর পাশাপাশি খয়রাশোলে একটি সভা করার কথা ছিল অনুপমের। তবে খয়রাশোলের সভার অস্থায়ী মঞ্চ বুধবার ভাঙচুর করে এক দল দুষ্কৃতী। অনুপমের অভিযোগ, বীরভূমের বিজেপি জেলা সভাপতির ‘লেঠেল বাহিনী’ এই ভাঙচুর চালিয়েছে। শুধু তাই নয়, তাঁর উপরও আক্রমণ হতে পারে বলে অভিযোগ করেছেন বিজেপি এই নেতা। প্রকাশ্য সভামঞ্চ থেকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী ধ্রুব সাহা এবং অনুপ সাহার বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এরপর আজ ফের আদি বিজেপি কর্মীরা তাঁর বিরুদ্ধে পোস্টার ফেলায় তৈরি হয়েছে চাঞ্চল্য।

বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, “ওনার বিরুদ্ধে যত কম কথা বলা যায় ততই ভাল। বিগত কয়েকদিনে উনি অনুব্রত মণ্ডলের আর্শীবাদে একবারই পার্লামেন্টে যেতে পেরেছিলেন। এরপর আর যেতে পারবেন বলে মনে হয় না। এখন শুনছি পোস্টার পড়েছে। তাই এখন বিজেপি-কেই চিন্তা করতে হবে এই জেলায় বিজেপি পার্টিকে রাখবে নাকি রাখবে না।”