Bomb Recover: মাটি খুঁড়ে রাখা পরপর তিনটি ড্রাম, ঢাকা খুলতেই চোখ কপালে ওঠার জোগাড় পুলিশের

Bomb Recover: সিউড়ির তিলপাড়া সংলগ্ন ময়ুরাক্ষী নদীর তীরবর্তী এলাকা। শনিবার সকালে তিনটি ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। যদিও ওই তিন ড্রামে কতগুলি বোমা রয়েছে তা জানা সম্ভব হয়নি। তবে গ্রামের মধ্যে এইভাবে বোমা উদ্ধারে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Bomb Recover: মাটি খুঁড়ে রাখা পরপর তিনটি ড্রাম, ঢাকা খুলতেই চোখ কপালে ওঠার জোগাড় পুলিশের
এই হলুদ ড্রামেই রাখা ছিল বোমাগুলি (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2023 | 5:50 PM

সিউড়ি: পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তেজনা ছড়াল বীরভূমের সিউড়িতে (Suri)। তিনটি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করল সিউড়ি থানার পুলিশ। বোমাগুলিকে কে বা কারা রেখেছে সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে সিউড়ি থানার পুলিশ। পাশাপাশি খবর দেওয়া হয় বোম স্কোয়্যাডকে টিমকে। তারা এসে বোমা গুলিকে নিষ্ক্রিয় করে।

সিউড়ির তিলপাড়া সংলগ্ন ময়ুরাক্ষী নদীর তীরবর্তী এলাকা। শনিবার সকালে তিনটি ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। যদিও ওই তিন ড্রামে কতগুলি বোমা রয়েছে তা জানা সম্ভব হয়নি। তবে গ্রামের মধ্যে এইভাবে বোমা উদ্ধারে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী, তিনটি হলুদ ড্রামে মাটি খুঁড়ে ড্রামগুলি রাখা ছিল। ড্রামগুলি মুখ তিনটি বাইরে বেরিয়েছিল। পরে পুলিশ এসে উদ্ধার করে সেটি। প্রসঙ্গত, সম্প্রতি বীরভূমের নানুরে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে নানুর থানার পুলিশ তল্লাশিতে নামে। নানুরের রামকৃষ্ণপুর গ্রামের ইটভাটার কাছে একটি তাল গাছের গোড়ায় তিনটে ড্রামে মজুত করা তাজা বোম দেখতে পাওয়া যায়। বোমগুলিকে নিষ্কৃয় করার জন্য সিআইডির বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় পুলিশের তরফে। তবে কে বা করা,কোন উদ্দেশ্যে এই বোমা মজুত করেছিল তা জানতে পারা যায় না।