Weather Update: বোলপুরে তুমুল শিলাবৃষ্টি, বইছে ঝোড়ো হাওয়া
Weather Update: এ দিন, বেলা এগারোটা নাগাদ ঘন কালো মেঘে ঢেকে যায় বীরভূমের আকাশ। ঠিক কিছুক্ষণ পর বোলপুর, সিউড়ি সহ একাধিক জায়গায় শুরু হয় শিলা বৃষ্টি।
তন্ময় প্রামাণিক ও হিমাদ্রি মণ্ডল
বীরভূম: এপ্রিলেই চড়েছিল তাপমাত্রার পারদ। তাপপ্রবাহের জ্বালা বুঝেছিল গোটা বঙ্গবাসী। মাঝে বাঁকুড়াতে এক ধাক্কায় ৪৪ ডিগ্রি অবধি উঠে গিয়েছিল তাপমাত্রা। তবে কয়েকদিন হল সেই দহন জ্বালা কিছুটা হলেও জুড়িয়েছে । তাপমাত্রা বাড়ার পূর্বাভাস থাকলেও এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে রাজ্যের তাপমাত্রা। এর মধ্যে ফের ভিজল বাংলার একাধিক জায়গা। আজ সকালে তীব্র গরমের পর বীরভূমের বোলপুরে শুরু হয় ঝড়-বৃষ্টি। শুধু বৃষ্টি বললে ভুল হবে শিলাবৃষ্টি দেখল বীরভূমের একাধিক জায়গা।
এ দিন, বেলা এগারোটা নাগাদ ঘন কালো মেঘে ঢেকে যায় বীরভূমের আকাশ। ঠিক কিছুক্ষণ পর বোলপুর, সিউড়ি সহ একাধিক জায়গায় শুরু হয় শিলা বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। বোলপুরের এলাকাবাসী বলছেন বহুদিন পর এমন শিলা বৃষ্টি দেখলেন তারা। তবে এই শিলাবৃষ্টিতে চাষের জমির ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। শুধু ফসলের ক্ষতিই নয়। আমেরও ক্ষতি হয়েছে বলে বলছেন আমচাষীরা।
বুধবারও বীরভূমের তারাপীঠে বিকেল ৪ টের দিক থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। কিছুক্ষণ পরই শিলাবৃষ্টিও শুরু হয়। এই বৃষ্টিতে স্বস্তি পান এলাকার মানুষরা। তবে শুধু বীরভূমই নয়। ভিজেছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জও। সেখানেও বিকেলে হঠাৎ করেই সামশেরগঞ্জের একাধিক এলাকা দিয়ে ঝড় বয়ে যায়। কালবৈশাখীর ঝড়ে উড়ে যায় টিনের ছাউনিও। এই ঝড়ে অনেক গাছপালার ক্ষয়-ক্ষতি হয়েছে বলেও জানা গিয়েছে।