Panchayat Election 2023: ‘তৃণমূলে দমবন্ধ হয়ে আসছিল’, নবজোয়ারে অংশ নেওয়ার পর কেষ্ট-গড়ে বিজেপিতে যোগ শতাধিক কর্মীর

Panchayat Election 2023: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলের হয়ে কাজ করার পরও বিজেপির হাত শক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Panchayat Election 2023: 'তৃণমূলে দমবন্ধ হয়ে আসছিল', নবজোয়ারে অংশ নেওয়ার পর কেষ্ট-গড়ে বিজেপিতে যোগ শতাধিক কর্মীর
বিজেপিতে যোগদান বীরভূমে
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2023 | 8:22 PM

সিউড়ি: শিয়রে পঞ্চায়েত নির্বাচন। তার আগেই বড়সড় ভাঙন অনুব্রত মণ্ডলের জেলায়। বীরভূমের সিউড়িতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন শতাধিক কর্মী। করিধ্যা অঞ্চলের তৃণমূলের প্রাক্তন প্রধান, প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ সহ অনেকেই গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছেন সোমবার। এদিন তাঁদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়েছেন বীরভূম জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা। তৃণমূলে দম বন্ধ হয়ে আসছিল বলে দাবি করেছেন দলবদল করা কর্মীরা। তাঁদের দাবি, কাজ করার মতো পরিস্থিতি নেই তৃণমূলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলের হয়ে কাজ করার পরও বিজেপির হাত শক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব চট্টোপাধ্যায় এদিন বিজেপিতে যোগ দেওয়ার পর বলেন, “তৃণমূল দলটার মধ্যে শৃঙ্খলা বলে কোনও জিনিস আর নেই। লুঠপাট চলছে। নেতৃত্বের কথার কোনও দাম নেই। ওই দলে থেকে কাজ করতে পারছিলাম না, দম আটকে যাচ্ছিল। নরেন্দ্র মোদীর কাজে অনুপ্রাণিত হয়ে তাঁর হাত শক্ত করার জন্য এসেছি।”

অন্যদিকে, বিজেপির দাবি গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়েই দল ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন নেতারা। বীরভূম জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, “আমরা যদি দরজা খুলে দিই, তাহলে তৃণমূল দলটা শেষ হয়ে যাবে। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল। সে কারণেই এখনও পর্যন্ত প্রার্থী ঠিক করতে পারছে না তৃণমূল।” তাঁর দাবি, বিজেপি ইতিমধ্যেই ৫০ শতাংশ আসনে মনোনয়ন জমা করলেও তৃণমূল কিছুই করতে পারেনি। তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করতে পারছে না বলেও দাবি করেছেন তিনি।