Visva Bharati: মেয়াদ ফুরোতেই বাড়িতে পুলিশ! একগুচ্ছ মামলায় থানায় তলব বিদ্যুৎকে
Visva Bharati: মেয়াদ শেষ হতেই একগুচ্ছ মামলায় বিদ্যুৎ চক্রবর্তীকে নোটিস পাঠাল পুলিশ। জানা যাচ্ছে পাঁচটি পৃথক মামলায় নোটিস ইস্যু করে বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে তলব করা হয়েছে শান্তিনিকেতন থানায়। সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ ১০ নভেম্বর থেকে পর পর হাজিরার জন্য তারিখ দেওয়া হয়েছে বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্যকে।
বীরভূম: বিশ্বভারতীর উপাচার্য হিসেবে গতকালই মেয়াদ ফুরিয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর। বিশ্বভারতী ‘বিদ্যুৎ-মুক্ত’ হওয়ার পরই বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। আর এসবের মধ্যেই শুরু পুলিশের তৎপরতা। মেয়াদ শেষ হতেই একগুচ্ছ মামলায় বিদ্যুৎ চক্রবর্তীকে নোটিস পাঠাল পুলিশ। জানা যাচ্ছে পাঁচটি পৃথক মামলায় নোটিস ইস্যু করে বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে তলব করা হয়েছে শান্তিনিকেতন থানায়। সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ ১০ নভেম্বর থেকে পর পর হাজিরার জন্য তারিখ দেওয়া হয়েছে বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্যকে।
বিশ্বভারতীর উপাচার্য হিসেবে তাঁক কার্যকালের মেয়াদ শেষ হলেও এখনও সরকারি বাসভবনেই রয়েছেন তিনি। বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার পুলিশের একটি টিম পৌঁছে গিয়েছিল তাঁর সেই সরকারি বাসভবনে।
উল্লেখ্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন বিদ্যুৎ চক্রবর্তীর বিভিন্ন কাজকর্ম নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছিল। সমালোচনা হয়েছিল। রাজ্যের শাসক দল তৃণমূলের তরফেও বিভিন্ন সময়ে বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে কড়া মন্তব্য করতে দেখা গিয়েছে। শান্তিনিকেতন তথা বোলপুরের সাধারণ বাসিন্দাদের একাংশেরও ক্ষোভ জমেছিল বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে। তিনি বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন তাঁর বিভিন্ন সিদ্ধান্ত, পদক্ষেপ ও মন্তব্যের কারণে একাধিক অভিযোগও উঠেছিল। সেগুলি নিয়ে থানা-পুলিশও হয়েছিল। শান্তিনিকেতন থানায় অতীতে তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ দায়ের করা হয়েছিল।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সেই সব পুরনো মামলাগুলির প্রেক্ষিতেই এবার নোটিস পাঠানো হয়েছে বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যৎ চক্রবর্তীকে নোটিস পাঠিয়েছে শান্তিনিকেতন থানার পুলিশ। গতকাল অর্থাৎ ৮ নভেম্বর তাঁর উপাচার্য হিসেবে কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ধরা পড়ল পুলিশের তৎপরতা। পুরনো একগুচ্ছ মামলায় শান্তিনিকেতন থানায় আগামী ১০ নভেম্বর থেকে পর পর ডেকে পাঠানো হয়েছে বিদ্যুৎ চক্রবর্তীকে।