Visva Bharati: বিশ্বভারতীর সমস্যা কাটাতে মরিয়া নতুন VC, দায়িত্ব পেয়েই কেন্দ্রকে চিঠি

Visva Bharati: দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার দুপুরে প্রথম সাংবাদিক বৈঠকেই ভারপ্রাত্ত উপাচার্য বুঝিয়ে দিলেন, বিশ্বভারতীতে যেসব সমস্যা রয়েছে, সেগুলি কাটাতে তিনি সচেষ্ট। জানিয়ে দিলেন, বিশ্বভারতীর সমস্যাগুলির সমাধানের জন্য দিকনির্দেশ চেয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

Visva Bharati: বিশ্বভারতীর সমস্যা কাটাতে মরিয়া নতুন VC, দায়িত্ব পেয়েই কেন্দ্রকে চিঠি
বিশ্বভারতীর নয়া ভারপ্রাপ্ত উপাচার্যImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2023 | 5:53 PM

বোলপুর: বিশ্বভারতী ‘বিদ্যুৎ-মুক্ত’ হয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন সঞ্জয়কুমার মল্লিক। দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার দুপুরে প্রথম সাংবাদিক বৈঠকেই ভারপ্রাত্ত উপাচার্য বুঝিয়ে দিলেন, বিশ্বভারতীতে যেসব সমস্যা রয়েছে, সেগুলি কাটাতে তিনি সচেষ্ট। জানিয়ে দিলেন, বিশ্বভারতীর সমস্যাগুলির সমাধানের জন্য দিকনির্দেশ চেয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে। ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক বললেন, “বিশ্বভারতীর সমস্ত সমস্যার সমাধান জানতে চেয়ে আমি মন্ত্রকে চিঠি পাঠিয়েছি। তারা জানালেই আমি পদক্ষেপ করব। ”

একইসঙ্গে নতুন উপাচার্যের মুখে শান্তিনিকেতনের গরিমা, সংস্কৃতি ও ঐতিহ্যের কথাও উঠে আসে। শান্তিনিকতন তথা বিশ্বভারতীর ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার জন্য যে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন, সেটাও বুঝিয়ে দিলেন তিনি। শান্তিনিকেতন যাতে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা ধরে রাখতে পারে, সে জন্য সকলের থেকে সাহায্য চাইলেন তিনি। একইসঙ্গে এও বুঝিয়ে দিলেন যে কোনওরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

উল্লেখ্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ গতকালই শেষ হয়েছে। বিদ্যুৎ-জমানায় বিশ্বভারতী ঘিরে বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছিল। রাজ্য সরকারের সঙ্গেও বিশ্বভারতী সদ্য প্রাক্তন উপাচার্যের সম্পর্ক কার্যত তলানিতে গিয়ে ঠেকেছিল। বিশ্বভারতীর ফলক বিতর্ক নিয়ে ধরনা-অবস্থানও চালিয়ে গিয়েছিল তৃণমূল। এমন অবস্থায় নতুন দায়িত্ব নেওয়ার পরই সঞ্জয় মল্লিক জানিয়ে দিলেন, তিনি রাজ্য সরকারের সঙ্গেও দূরত্ব কমাতে বেশ আগ্রহী। জানিয়ে দিলেন, রাজ্য সরকারের সঙ্গে যাতে দূরত্ব কমে এবং যাতে বিশ্বভারতী সঠিক দিশায় এগতে পারে, সেই ব্যবস্থা করবেন তিনি।