মাংস-ভাতে এলাহী ভোজ দুয়ারে সরকার-এর শিবিরে!

Duare Sarkar: স্থানীয় তৃণমূল নেতার কথায়, "আমরা চাই সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক সরকারের এই উদ্যোগ। যাঁরা সারাদিন উদয়াস্ত খেটে এত কাজ করছেন তাঁদের যেন কোনও কষ্ট না হয়।"

মাংস-ভাতে এলাহী ভোজ দুয়ারে সরকার-এর শিবিরে!
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2021 | 6:28 PM

 বীরভূম: রাজ্য সরকারের বহু প্রতীক্ষিত প্রকল্প ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) ফের প্রশ্নের মুখে। ইতিমধ্যেই, রাজ্য় সরকার পরিচালিত এই প্রকল্প বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগে দুষ্ট হয়েছে। এ বার, সরাসরি ক্যাম্পের মধ্যে বসিয়ে এলাহি খাওয়াদাওয়ার আয়োজন করে বিতর্কে জড়াল তৃণমূল কংগ্রেস। ঘটনাটি ঘটেছে বোলপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডে।

সোমবার দুপুরে দেখা যায়, স্থানীয় একটি ক্লাবঘরে এলাহি ভোজনের আয়োজন করা হয়েছে। মেনুতে রয়েছে, ভাত, ডাল, পটলের তরকারি, মাংস। অভিযোগ,  ‘দুয়ারে সরকার’-এর (Duare Sarkar) কর্মী থেকে শুরু করে যাঁরা কাজের জন্য এসেছেন বা অন্যান্য বিরোধী দলের নেতা-কর্মীদেরও ডেকে এনে খাওয়ানো হচ্ছে তৃণমূলের তরফে। ক্লাবঘরের পাশেই স্থানীয় স্কুলের একটি ঘরে চলছে খাওয়াদাওয়া এমনই অভিযোগ বিজেপির।

স্থানীয় তৃণমূল নেতার কথায়, “আমরা চাই সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক সরকারের এই উদ্যোগ। যাঁরা সারাদিন উদয়াস্ত খেটে এত কাজ করছেন তাঁদের যেন কোনও কষ্ট না হয়। তাই সামান্য কিছু খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছি। আমরা বিরোধীদেরও আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু কেউই সেভাবে আসেননি। মোটামুটি ভাবে আমরা তৃণমূলের কর্মীরাই রয়েছি।” এ নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল কংগ্রেস বরাবরই রাজ্যের সরকারি প্রকল্পকে নিজেদের দলের প্রকল্প বলে চালিয়ে এসেছে। এইভাবে দুর্নীতির পর দুর্নীতি করে চলেছে। সাধারণ মানুষকে প্রভাবিত করতে চাইছে তৃণমূল।”

রাজ্য সরকারের এই প্রকল্পে স্পষ্টই বলা হয়েছে,’দুয়ারে সরকার’ ক্যাম্পে কোথাও কোনও দলীয় নেতৃত্ব থাকতে পারবেন না। কেবল সরকারি আধিকারিকরাই উপস্থিত থাকবেন। তাহলে, বার বার কেন ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্পে এই ছবি ফুটে উঠছে? শুধু খাওয়া-দাওয়া করানো নয়, একাধিক জায়গায় সরকারি প্রকল্পের ফর্ম বিলি নিয়েও চলছে একের পর এক দুর্নীতি।

গত ১৬ অগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। মাত্র সাতদিনেই একাধিক দুর্নীতির ছবি সামনে এসেছে। কোথাও, তৃণমূল পঞ্চায়েত সদস্য়রা সরাসরি অভিযুক্তের তালিকায়, কোথাও বা সক্রিয় হয়ছে দালালচক্র। প্রশাসনের নির্দেশমতো কার্যত ‘স্বচ্ছভাবে’ চলছে না দুয়ারে সরকারের কর্মসূচি। যদিও, এ বিষয়ে এখনও নীরব প্রশাসন। আরও পড়ুন: শুভেন্দুর কনভয়ে ‘হামলা’, ‘মীরজাফর’-কে সাবধান করে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট আনিসুরের!