রাতে ফোন পেয়ে বেরিয়ে গিয়েছিলেন বিজেপি কর্মী, পরদিন সকালে পুকুর ধারে মিলল নিথর দেহ

খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান এলাকার লোকজন ও বিজেপি (BJP) কর্মীরা।

রাতে ফোন পেয়ে বেরিয়ে গিয়েছিলেন বিজেপি কর্মী, পরদিন সকালে পুকুর ধারে মিলল নিথর দেহ
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: Apr 06, 2021 | 1:33 PM

বীরভূম: ফের ভোটের বাংলায় বিজেপি (BJP) কর্মীর মৃতদেহ উদ্ধার। ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। দুবরাজপুরের এই ঘটনা ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। দুবরাজপুর থানার পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। অভিযোগ, পাল্টা গ্রামবাসীদের তরফে ইট ছোড়া হয়। ইটের আঘাতে জখম হন এক পুলিশ কর্মী।

বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা গ্রামপঞ্চায়েতের ফকিরবেরা গ্রাম। এখানকার বাসিন্দা ছিলেন পতিহার ডোম (৩৭)। স্থানীয় বিজেপির দাবি, পতিহার এলাকার সক্রিয় বিজেপি কর্মী ছিলেন তিনি। সে কারণেই খুন হতে হল তাঁকে। পতিহারের পরিবারের দাবি, সোমবার রাতে বাড়িতেই ছিল তাঁদের ছেলে। একটা ফোন আসে। এরপরই বাড়ি থেকে বেরিয়ে যান। রাত বাড়লেও ঘরে আসেননি তিনি। ফোনেও তাঁকে পাওয়া যায়নি বলে অভিযোগ।

আরও পড়ুন: West Bengal Election 2021 Phase 3 Voting LIVE: বাঁশ নিয়ে ধাওয়া সুজাতা খাঁকে, বিক্ষোভের মুখে হেলমেট পরে এলাকা ছাড়লেন নির্মল মাজি

এরপরই মঙ্গলবার সকালে গ্রামের পুকুর ধারে পতিহারকে পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। খবর দেওয়া হয় বাড়িতে। তাঁরাও ছুটে গিয়ে দেখেন, বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে ছেলের নিথর দেহ পড়ে রয়েছে। দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের দাবি।

এদিকে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান এলাকার লোকজন ও বিজেপি কর্মীরা। দ্রুত দোষীদের গ্রেফতারির দাবিতে সরব হন তাঁরা। যদিও তৃণমূলের তরফে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।