Visva Bharati: ‘নিজের নামে মিউটেশন করতে পারেন না অর্মত্য সেন’, BLRO দফতরে বিশ্বভারতীর আপত্তি, জমি বিতর্কের শুনানি অসমাপ্ত
Visva Bharati: কর্তৃপক্ষ সোমবার কাগজ জমা দেয় BLRO এর কাছে। এমনটাই খবর।এদিন এই মামলার শুনানি শুরু হলেও, তা শেষ হয়নি।
বোলপুর: ১.৩৮ একর নয়। বিশ্বভারতীর (Visva Bharati) তরফে অমর্ত্য সেনের (Amartya Sen) বাবা আশুতোষ সেনকে ১.২৫ একর জমি লিজ় দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে ওই জমি নিজের নামে মিউটেশন করতে পারেন না অর্মত্য সেন। সোমবার বিএলআরও দফতরে শুনানি হয়। সেখানে বিশ্বভারতীর তরফে আইনজীবী এই সওয়াল করেন। এদিন শুনানি শুরু হলেও তা শেষ হয়নি। বিশ্বভারতীর তরফে আইনজীবী সুচরিতা বিশ্বাসের দাবি, ‘‘অমর্ত্য সেনের বাবা ১.২৫ একর জমির লিজ় নিয়েছিলেন। সে ক্ষেত্রে তিনি এই জমির মিউটেশন করতে পারেন না। এ নিয়ে আমরা আপত্তি জানিয়েছি। পরে শুনানির তারিখ দেওয়া হবে।’’
বিশ্বভারতী ও অমর্ত্য সেনের মধ্য জমি বিতর্কের মধ্যেই নোবেলজয়ী অর্থনীতিবিদের বোলপুরের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেনের হাতে কিছু নথি তুলে দেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, অমর্ত্য সেনের বক্তব্যই ঠিক। ১.৩৮ একর জমি লিজ়ে পেয়েছিলেন তাঁর বাবা।
এদিকে, বিতর্কের মাঝে কয়েকদিন আগে জমির মিউটেশন করার জন্য আবেদন করেন অমর্ত্য সেন। সেই মতোই জমির হেয়ারিংয়ের ডেট পড়ে সোমবার। এদিন BLRO দফতরে হাজির হয়েছিলেন দু’পক্ষের আইনজীবীরা। ছিলেন বিশ্বভারতীর রেজিস্ট্রারও। সূত্রের খবর, অমর্ত্য সেনের জমি বিতর্কের মাঝে প্রকাশ্যে আসে তাঁর বাবা আশুতোষ সেনের বিশ্বভারতীর কাছ থেকে লিজ় নেওয়া জমির কাগজপত্র। বিশ্বভারতীর তথ্য বলছে, ১৯৪৩ সালে এই চুক্তিপত্র হয়েছিল। এই কাগজের মতে ১.২৫ একর জমিই লিজ়ে নেওয়া হয়েছিল। বিশ্বভারতীর দাবি, ১৯৪৩ সালে অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনকে ১.৩৮ একর নয়, ১.২৫ একর জমি লিজ় দেওয়া হয়েছিল। তার ভিত্তিতে বিশ্বভারতী ১৩ ডেসিম্যাল জমি দখলের অভিযোগ করেছে অমর্ত্যের বিরুদ্ধে। কর্তৃপক্ষ সোমবার কাগজ জমা দেয় BLRO এর কাছে। এদিন এই মামলার শুনানি শুরু হলেও, তা শেষ হয়নি।