Visva-Bharati University: ‘বিশ্বভারতী সোনার ডিম পাড়া হাঁস…’, আশ্রমিক-প্রাক্তনীদের বিঁধে ফের বিতর্কে উপাচার্য

Visva Bharati: এবার তাঁর নিশানায় বিশ্ববিদ্যালেয়ের রাবীন্দ্রিক, প্রাক্তনী থেকে শুরু করে আশ্রমিকদের কটাক্ষ করলেন তিনি।

Visva-Bharati University: 'বিশ্বভারতী সোনার ডিম পাড়া হাঁস...', আশ্রমিক-প্রাক্তনীদের বিঁধে ফের বিতর্কে উপাচার্য
বিদ্যুৎ চক্রবর্তী, উপাচার্য (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2023 | 1:51 PM

শান্তিনিকেতন: বিতর্ক আর বিশ্বভারতী যেন সমার্থক শব্দ হয়ে উঠেছে। ফের বেফাঁস বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্ববিদ্যালয় ও অমর্ত্য সেনের সংঘাতের মধ্যেই আবারও বিতর্কিত মন্তব্য তাঁর।  এবার তাঁর নিশানায় বিশ্ববিদ্যালেয়ের রাবীন্দ্রিক, প্রাক্তনী থেকে শুরু করে আশ্রমিকদের কটাক্ষ করলেন তিনি।

বুধবার শান্তিনিকেতনের ঐতিহ্যমন্ডিত বুধবার মন্দিরের বিশেষ উপাসনায় ভাষণ দিতে বিদ্যুৎ চক্রবর্তী বলেন, “বিশ্বভারতী সেই হাঁস, যে সোনার ডিম দেয়। ডিমের প্রতি আগ্রহ আছে আমার, কিন্তু হাঁসটার লালন পালন করতে হবে তো! সেটা করব না! সেই আবেগ আমার নেই। আমার আবেগ আছে বিশ্বভারতী থেকে আমি কতটা পেতে পারি। সোনার ডিমের অংশ আমরা কতটা পেতে পারি।”

এ দিন সকালের মন্দিরে উপাচার্য যে কোনও শব্দের দুটি পৃথক অর্থ থাকে তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, “২০২০ সালে ২০শে অগস্ট কিছু অসামাজিক লোকেদের তাণ্ডব নিত্য চলেছিল। বিশ্বভারতীর ঐতিহ্যমন্ডিত তোরণ ভাঙা হয়েছিল। বিশ্বভারতীর বাউন্ডারি ওয়াল ভাঙা হয়েছিল। এটাও আবেগের বসে করেছিল। অর্থাৎ আবেগ শব্দের ভাল দিকও আছে।বিকৃত দিকও আছে।” উপাচার্যের এই মন্তব্যের পর আশ্রমিক বলেন, “আমি জানি নাউনি কতজন আশ্রমিককে চেনেন। সেই প্রেক্ষিতে দু’একজনের কথা ভেবে উনি এমন মন্তব্য করেন এটা কাম্য নয়।”

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি দেশের এই বিখ্যাত অর্থনীতিবিদকে চিঠি দিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই চিঠিতে অমর্ত্য সেন বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জায়গা দখল করে রেখেছেন অভিযোগ তুলে অবিলম্বে সেটা ফিরিয়ে দেওয়ারও আবেদন করা হয়। যা নিয়ে বাড়তে থাকে বিতর্ক। এদিকে অমর্ত্য সেনের এই বাড়ির জমি দীর্ঘদিন ধরেই তাঁর বাবার নামে ছিল। এবার এই বিতর্ক এড়াতে নিজের নামে করে এই মিউটেশন করার জন্য আবেদন করেছেন অমর্ত্য সেন। আগামী ২০ তারিখে যার হিয়ারিং রয়েছে বোলপুর বিএলআরও অফিসে। এদিকে এর  আগে অর্মত্য সেনের নোবেল জয় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন বিশ্বভারতীর উপচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই বিতর্ক শেষ হতে না হতেই এবার ফের বিতর্কে জড়ালেন তিনি।