Viswa University: অনলাইন না অফলাইন? পরীক্ষা ইস্যুতে দ্বিধাবিভক্ত বিশ্বভারতীতে এবার হাতাহাতিতে জড়ালেন পড়ুয়ারাই

Viswa University: অনলাইন পরীক্ষার দাবিতে মঙ্গলবার পরীক্ষা বয়কট করে বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়ারা। মূল গেটের সামনে বসে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। যাঁরা পরীক্ষা দিতে এসেছিলেন, তাঁরা ফেরত যেতে বাধ্য হন।

Viswa University: অনলাইন না অফলাইন? পরীক্ষা ইস্যুতে  দ্বিধাবিভক্ত বিশ্বভারতীতে এবার হাতাহাতিতে জড়ালেন পড়ুয়ারাই
বিশ্বভারতীতে উত্তেজনা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2022 | 1:36 PM

বীরভূম: ইস্যু অনলাইনে পরীক্ষা। এখনও বিক্ষোভ অব্যাহত বিশ্বভারতীতে। তবে এবার এই ইস্যুতে দ্বিধাবিভক্ত পড়ুয়ারাই। এক পক্ষ অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। অপর জন অফলাইনেই পরীক্ষা দিতে চান। আর তা নিয়েই বুধবার ধুন্ধুমার কাণ্ড বিশ্বভারতীতে। এবার পড়ুয়ারাই নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়লেন। এমনকি তাঁরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

অনলাইন পরীক্ষার দাবিতে মঙ্গলবার পরীক্ষা বয়কট করে বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়ারা। মূল গেটের সামনে বসে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। যাঁরা পরীক্ষা দিতে এসেছিলেন, তাঁরা ফেরত যেতে বাধ্য হন। বুধবার সকালে ফের বিভিন্ন বিভাগের পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে এসেছিলেন এক পক্ষ। অনলাইনে পরীক্ষার দাবিতে তখন অবশ্য বিক্ষোভ চলছিল ক্যাম্পাসের বাইরে। তাঁরা বিভিন্ন বিভাগের ক্লাসরুমে তালা ঝুলিয়ে দেন। যাঁরা পরীক্ষা দিতে চাইছিলেন, তাঁরা তালা ভেঙে ক্লাসরুমে ভিতরে ঢোকেন। তা নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। কয়েকজন ক্লাসরুমে ঢুকে যেতেও সফল হন। অনেকে অবশ্য ঢুকতে পারেননি। তাঁরা ক্লাসরুমের বাইরেই দাঁড়িয়ে থাকেন।

পরীক্ষা দিতে চান, এমন এক ছাত্র বললেন, “অফলাইন হোক বা অনলাইন, আমরা পরীক্ষাটা দিতে চাই। এটা আমাদের ভবিষ্যতের ব্যাপার। নাহলে বছর নষ্ট হবে।” অন্যদিকে, আরেক পড়ুয়া, যিনি বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁর বক্তব্য, “অগ্নিপথের আঁচে ট্রেন বন্ধ, অসমে বন্যা। অনেক পড়ুয়াই আসতে পারেননি। ফলে পরীক্ষা হোক অনলাইনেই। তাছাড়া আমরা তো এতদিন অনলাইনেই পড়াশোনা করেছি।”

বিশ্বভারতি কর্তৃপক্ষ অবশ্য আগেই স্পষ্ট করে দেয় যে, তারা অফলাইনেই পরীক্ষা নেবে। প্রসঙ্গত, কিছুদিন আগেই অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভে বসেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। তাঁদের বক্তব্য ছিল, সিলেবাসই সম্পূর্ণ হয়নি। অনলাইনে অর্ধেক সিলেবাসের পড়াশোনা হয়েছে। কিন্তু পরীক্ষা কেন অফলাইনে হবে? কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে, সিলেবাস শেষ না হলে অধ্যক্ষরা স্পেশাল ক্লাস নিয়ে সিলেবাস শেষ করবেন। কিন্তু পরীক্ষা অনলাইনে নয়, হবে অফলাইনেই।

বিশ্বভারতীর বুধবারের চিত্রটা এরকম যে, বেশ কিছু ভবনে তালা ভেঙে যে সব পরীক্ষার্থীরা ঢুকতে পেরেছেন, তাঁরা পরীক্ষা দিচ্ছেন। শ্রীনিকেতনের বেশ কিছু ভবন, পদ্মাভবনের ইতিহাস বিভাগ-সহ এমন বেশ কিছু বিভাগেই ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন। বিশ্বভারতীর ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে হাতাহাতি হয় দুপক্ষের মধ্যে।