West Bengal Assembly Election 2021: ফের বিস্ফোরণ নানুরে, উড়ে গেল শৌচালয়ের ছাদ
ভোটের (West Bengal Assembly Election 2021) চার দিন আগে ফের বিস্ফোরণ বীরভূমে (Birbhum)। ঘটনাস্থল নানুর (Nanur)। বিস্ফোরণের (Bomb Blast) উড়ে গেল শৌচাগারের ছাদ।
বীরভূম: ভোটের (West Bengal Assembly Election 2021) চার দিন আগে ফের বিস্ফোরণ বীরভূমে (Birbhum)। ঘটনাস্থল নানুর (Nanur)। বিস্ফোরণের (Bomb Blast) উড়ে গেল শৌচাগারের ছাদ।
নানুর বিধানসভার কিন্নাহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাফেরপুর গ্রামে শৌচালয় ঘরের মধ্যে বোমা মজুত ছিল বলে গ্রামবাসীদের অভিযোগ। সোমবার সকাল ন’টা নাগাদ আচমকাই বিকট শব্দ হয়। বিস্ফোরণে উড়ে যায় শৌচালয়ের ছাদ । বিস্ফোরণটি হয় একটি পরিত্যক্ত বাড়িতে।
ওই বাড়ি মালিকের নাম লাল্টু শেখ। তিনি এখন এই বাড়িতে থাকেন না। বিস্ফোরণের নেপথ্যে কাদের হাত রয়েছে অর্থাৎ কারা ওই বাড়িতে বোমা মজুত করেছিল, এই সব নিয়ে প্রশ্ন উঠছে। এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। বিজেপির অভিযোগ, পরিত্যক্ত ঘরে তৃণমূলের দুষ্কৃতীরা বোমা মজুত করার কাজ করছিল, সেটা থেকেই বিস্ফোরণ হয়েছে।
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে তৃণমূলের বক্তব্য বিজেপির লোকজনই বোমা রেখেছিল ওই ঘরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বম্ব স্কোয়াডের সদস্যরা বাকি বোমাগুলি উদ্ধার করেছে। সেগুলিকে নিষ্ক্রিয় করা হচ্ছে।