Rampurhat: খেলার মাঠে ডিটোনেটর, জিলেটিন স্টিক! বীরভূমে থেকে উদ্ধার প্রচুর বিস্ফোরক
Birbhum: তবে কে বা কারা কী উদ্দেশে এই বিস্ফোরকগুলি মজুত করে রেখেছে, তা তদন্ত করছে রামপুরহাট থানার পুলিশ।
বীরভূম: রামপুরহাট থেকে প্রচুর বিস্ফোরক (Explosive Recover) উদ্ধার। অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলির মধ্যে রয়েছে ৩ হাজার পিস ডিটোনেটর, ৮০০ পিস জিলেটিন স্টিক ও ১০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের রামপুরহাটে অভিযান চালায় পুলিশ। সেখানকার রদিপুর গ্রামের খেলার মাঠ থেকে এই বিস্ফোরকগুলি উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। তবে কে বা কারা কী উদ্দেশে এই বিস্ফোরকগুলি মজুত করে রেখেছে, তা তদন্ত করছে রামপুরহাট থানার পুলিশ। জেলায় এত পরিমাণ বিস্ফোরক একসঙ্গে উদ্ধারের ঘটনা ঘিরে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সবদিক নজরে রেখেই তদন্ত শুরু করেছে পুলিশ।
কারণ, বিস্ফোরক ব্যবহার করে পাথর খাদানগুলিতেও পাথর ভাঙার কাজ চলে। যদিও পাথর খাদানের ক্ষেত্রে এত পরিমাণ বিস্ফোরক কাজে লাগে কি না তা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে। রবিবার খেলার মাঠে উদ্ধার হওয়া বিস্ফোরক কোনও পাথর খাদানে নিয়ে যাওয়া হচ্ছিল, নাকি এই বিস্ফোরক মজুত করার উদ্দেশ্য অন্য কিছু, তা তদন্ত করে দেখা হচ্ছে। নাশকতার কোনও ছক ছিল কি না তাও তদন্ত করে দেখছে রামপুরহাট থানার পুলিশ।
সামনেই পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল করছে দলগুলি। চলছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিও। আর এসবের মাঝেই বিভিন্ন জেলায় বোমা, বারুদের খোঁজ মিলছে বলে অভিযোগ উঠছে বারবার। এবার রামপুরহাটে এত বিস্ফোরক ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান, “আমরা দীর্ঘদিন ধরেই বলছি পশ্চিমবঙ্গ কার্যত বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে।” সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “এত ডিটোনেটর, এত জিলেটিন স্টিক এক জায়গায়। কোথা থেকে আসছে, কে নিয়ে আসছে, তা জানা দরকার।” তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “অ্যামোনিয়াম নাইট্রেট বারুদ নয়, এটা বিস্ফোরক। বাইরে থেকে আমদানি করা হয়। মাইনিংয়ের কাজে লাগে এগুলি। জিলেটিন স্টিক মাইনিংয়ে লাগে। বিজেপির এদের পড়াশোনা এত কম। মাইনিংয়ের জিনিস যদি খেলার মাঠে পাওয়া যায় তার জবাব দিতে হবে মাইনিং অথরিটিকে।”