Birbhum: শ্বশুরবাড়িতে গিয়েই দুই রাজমিস্ত্রি জামাইয়ের খুলল ভাগ্য, ভরদুপুরে খবর এল, তাঁরা এখন কোটিপতি
Birbhum: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার উখ্নাডাঙা গ্রামের সৌমেন মণ্ডল ও বীরভূমের পাইকর থানার কলহপুর গ্রামের অরূপ কোনাই।
বীরভূম: শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন দুই জামাই। খাওয়া দাওয়ার পর দু’জনে মিলে একটু ঘুরতে বেরোন আশেপাশে। হঠাৎ কী মাথায় চাপে। ঠিক করেন লটারির টিকিট কাটবেন। এদিকে দোকানে যেতেই বলে ১৫০ টাকা। জিতলে ঘরে আসবে কোটি টাকা। কিন্তু কোটি টাকার থেকেও ওই দুই যুবকের কাছে তখন ১৫০ টাকাই বড় ব্যাপার মনে হয়। তবু কী জানি কী ভাবলেন দু’জন। ভাগাভাগিতে ৭৫ টাকা করে দিয়ে টিকিটটা কেটেই ফেললেন। এরপরই পুরো ‘মালামাল’! দেড়শো টাকায় এক কোটি টাকা জিতে নিলেন দুই ভায়রাভাই। শ্বশুরবাড়িতে এখন তাঁরা ‘জামাইরাজা’। বীরভূমের মুরারইয়ের ঘটনা।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার উখ্নাডাঙা গ্রামের সৌমেন মণ্ডল ও বীরভূমের পাইকর থানার কলহপুর গ্রামের অরূপ কোনাই। মুরারই থানার প্যারা গ্রামের দুই মেয়েকে বিয়ে করেছেন তাঁরা। বুধবার শ্বশুরবাড়ি গিয়েছিলেন তাঁরা। এদিন সকালে দুই জামাই একসঙ্গে ঘুরতে বেরিয়ে ঠিক করেন লটারি কাটবেন। ৭৫ টাকা করে দিয়ে ভাগাভাগি করে ১৫০ টাকার লটারির টিকিট কাটেন। এদিনই দুপুরে খেলা ছিল। বেলা ১টার সময় সেই খেলার ফল সামনে আসে। দেখেন তাঁদের কাটা টিকিটই প্রথম পুরস্কার পেয়েছে। এরপরই সোজা এসে হাজির হন মুরারই থানায়।
সৌমেন, অরূপ দু’জনই রাজমিস্ত্রির কাজ করেন। তাঁরা জানান, “আজই শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। এরপরই দুই ভায়রা মিলে ঘুরতে বেরোই। দু’জন বসেছিলাম। সামনে লটারির দোকান থেকে একটা টিকিট কাটি। ১৫০ টাকা দাম ছিল। আমরা দু’জনে ৭৫ টাকা করে দিই। এরপরই কোটি টাকা পেলাম।”