Birbhum: মহিলা কনস্টেবলকে নগ্ন ভিডিয়ো দুবরাজপুরের যুবকের, বীরভূমে ঢুকল মুম্বই পুলিশ

Birbhum: মঙ্গলবার ধৃতকে, দুবরাজপুর আদালতে তোলা হয়। ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৩০ ডিসেম্বর অভিযুক্তকে মুম্বইয়ের মেট্রোপলিটন আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। জানালেন দুবরাজপুর আদালতের সহকারী সরকারি আইনজীবী রামশান্তনু নায়ক।

Birbhum: মহিলা কনস্টেবলকে নগ্ন ভিডিয়ো দুবরাজপুরের যুবকের, বীরভূমে ঢুকল মুম্বই পুলিশ
প্রতীকী ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2023 | 7:43 PM

দুবরাজপুর: মহিলা কনস্টেবলকে নগ্ন ভিডিয়ো পাঠিয়ে গ্রেফতার যুবক। ঘটনায় শোরগোল খয়রাশোল থানার পুরশুণ্ডা গ্রামে। এই গ্রামেই থাকেন শ্রীকান্ত রুইদাস। তাঁর বিরুদ্ধেই উঠেছে গুরুতর অভিযোগ। শুধু বাংলা নয়, ঘটনায় জড়িয়েছে মুম্বইয়ের নাম। অভিযোগ, মুম্বই পুলিশের ট্র্যাফিক বিভাগের এক মহিলা কনস্টেবলের মোবাইলে অশ্লীল ভিডিয়ো পাঠিয়েছিলেন শ্রীকান্ত। সম্প্রতি তাঁকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার ধৃতকে, দুবরাজপুর আদালতে তোলা হয়। ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৩০ ডিসেম্বর অভিযুক্তকে মুম্বইয়ের মেট্রোপলিটন আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে। জানালেন দুবরাজপুর আদালতের সহকারী সরকারি আইনজীবী রামশান্তনু নায়ক। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এখন দেখার মামলার গতিপ্রকৃতি কোন দিকে যায়। 

আইনজীবী রামশান্তনু নায়ক বলেন, “মুম্বই পুলিশ আজ এলাকায় আসে। গ্রেফতার করেছে ছেলেটাকে। আদালতের নির্দেশ পেয়েই চারদিনের ট্রানজিট রিমান্টে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে। মুম্বইয়ের মেট্রোপলিটন কোর্টে ৩০ তারিখের মধ্যে তুলতে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি তথ্য-প্রযুক্তিগত অপরাধের ধারাও যুক্ত হয়েছে ওর বিরুদ্ধে।”