Extra marital affairs: বিয়ের ৭ দিনের মাথায় পালানোর প্ল্যান মেয়ের, বাবা জেনে ফেলতেই গাড়ি চাপা দিয়ে খুন প্রাক্তনের
Extra marital affairs: ঘটনাটি ঘটেছে বোলপুর থানার অন্তর্গত যোগ্য নগর গ্রামের। জানা গিয়েছে, সাত দিন আগে কুতুবা খাতুনের বিয়ে হয়েছিল বর্ধমানের বাসিন্দা শেখ ইউনিসের। তবে সাতদিন পর বাপের বাড়ি যখন কুতুবা ফিরে আসেন সেই সময় তিনি পুনরায় নিজের প্রাক্তন প্রেমিক শেখ শফিকুলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ।এরপর রাতের অন্ধকারে মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাবার চোখে পড়ে যায়।
বোলপুর: প্রেমিকের সঙ্গে মেয়ের সম্পর্ক মানেনি পরিবার। বিয়ে দিয়েছিল অন্য ছেলের সঙ্গে। তবে পুরনো প্রেমিককে ভুলতে পারেনি মহিলা। বাপের বাড়ি এসে ফের পুরনো প্রেমিকের সঙ্গে যোগাযোগ করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁর সঙ্গে ছক কষেছিল পালানোর। সেই গোটা বিষয়টি দেখতে পেয়ে মেয়েটির বাবা। এরপরই ভয়ানক কাণ্ড! মেয়ের বাবাকে গাড়ি চাপা দিয়ে খুন প্রাক্তন প্রেমিকের।
ঘটনাটি ঘটেছে বোলপুর থানার অন্তর্গত যোগ্য নগর গ্রামের। জানা গিয়েছে, সাত দিন আগে কুতুবা খাতুনের বিয়ে হয়েছিল বর্ধমানের বাসিন্দা শেখ ইউনিসের। তবে সাতদিন পর বাপের বাড়ি যখন কুতুবা ফিরে আসেন সেই সময় তিনি পুনরায় নিজের প্রাক্তন প্রেমিক শেখ শফিকুলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ।এরপর রাতের অন্ধকারে মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাবার চোখে পড়ে যায়।
অভিযোগ, তখনই গাড়ির মেয়ের বাবা শেখ কুদ্দুসকে গাড়ি চাপা দেয় শফিকুল। কুদ্দুসের চিৎকারে অভিযোগ ছুটে আসেন গ্রামবাসী এবং পরিবারের লোকজন। আহতকে তাঁরা প্রথমে বোলপুর মহকুমা হাসপাতাল এবং বর্ধমান মেডিকেল কলেজের স্থানান্তরিত করা হয়। তবে বর্ধমান মেডিকেল কলেজ যাওয়ার রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। পরিবারের দাবি প্রত্যেকেই যেন উপযুক্ত শাস্তি পায়। গোটা ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়।